Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্লাস্টিক সার্জারি করাতে গিয়ে প্রাণ হারালেন নায়িকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০২২, ১২:১৪ AM
আপডেট: ১৮ মে ২০২২, ১২:১৪ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


গ্ল্যামার জগতে টিকে থাকতে হলে ফিট না হলে চলেই না- শোবিজ অঙ্গনের তারকাদের মনে এমন ভাবনার শিকড় অনেক দূর ছড়িয়েছে। আর এ ভাবনার প্রতিফলন ঘটাতে গিয়ে প্রাণ হারালেন ভারতের কন্নড় সিনেমার নায়িকা চেতনা রাজ। পরিবারের কাউকে না জানিয়ে প্লাস্টিক সার্জারি করান চেতনা। সার্জারির পর ফুসফুস বিকল হয়ে মৃত্যু ঘটে চেতনা রাজের। চিকিৎসকের গাফিলতির কারণে চেতনার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে চেতনার পরিবার। এরই মধ্যে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন চেতনার বাবা-মা।

গত সোমবার (১৭ মে) ‘ফ্যাট-ফ্রি’ প্লাস্টিক সার্জারির জন্য বেঙ্গালুরুর শেঠিস কসমেটিক সেন্টারে ভর্তি হন চেতনা। কিন্তু সেই সার্জারি পরিকল্পনামাফিক হয়নি। সার্জারি করতে গিয়ে নায়িকার ফুসফুসে নানা সমস্যা দেখা দেয়। ফুসফুসে পানি জমতে শুরু করে

তারপর দ্রুত চেতনাকে নিয়ে অ্যানাস্থেসিস্ট মেলভিন এবং প্লাস্টিক সার্জন একটি বেসরকারি হাসপাতালে হাজির হন। তারা ওই হাসপাতালের ডাক্তারদের বলেন, রোগী হৃদরোগে আক্রান্ত হয়েছেন, দ্রুত চিকিৎসা শুরু করুন।

পরে ওই হাসপাতালের ডাক্তারদের রীতিমতো হুমকি দিয়ে মেলভিন এবং ওই প্লাস্টিক সার্জন জানান, রোগীর অসুস্থতা নিয়ে মুখ খোলা যাবে না। বেসরকারি হাসপাতালের আইসিইউর দায়িত্বে থাকা চিকিৎসক সন্দীপ বলেন, প্লাস্টিক সার্জারির প্রতিষ্ঠানের কর্মীরা জানতেন যে, চেতনার মৃত্যু অনেক আগেই হয়েছে। তারপর তারা হুমকি দিতে থাকেন।

Bootstrap Image Preview