Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, জুন ২০২৩ | ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঈদের রাতে গান শোনাবেন মাহফুজুর রহমান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২, ০২:৩১ PM
আপডেট: ১৬ এপ্রিল ২০২২, ০২:৩১ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এটি ছাড়াও তার আরেকটি পরচিয় তিনি একজন গায়ক। তবে তার গান নিয়ে দেশ জুড়ে আলোচনা-সমালোচনা শেষ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলও করা হয়।

তিনি সব কিছু উপেক্ষা করে প্রতি বছরের ন্যায় এবারের রোজার ঈদেও গানের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করছেন। এটিএন বাংলা সূত্রে জানা গেছে, মৌলিক দশটি গান দিয়ে সাজানো হয়েছে ড. মাহফুজুর রহমানের অনুষ্ঠানটি। তিনি বলেন ‘ইতিমধ্যে গানের রেকর্ডিং হয়ে গেছে। ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে দিকে অনুষ্ঠানটি প্রচার হবে। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি।

উল্লেখ্য, তিনি ২০১৬ সালের কোরবানি ঈদে গায়ক হিসেবে হাজির হয়ে হইচই ফেলে। এর পর থেকে প্রতিবছর দুই ঈদে তার একক গানের অনুষ্ঠান সম্প্রচার করা হয়ে বেসরকারি চ্যানেল এটিএন বাংলায়

Bootstrap Image Preview