Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আজ থেকে গরু-ছাগলের মাংস বিক্রি বন্ধ

সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির ঘোষণা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২২, ০১:১৬ PM
আপডেট: ০৭ এপ্রিল ২০২২, ০১:১৮ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


সিলেটে আজ বৃহস্পতিবার থেকে গরু ও ছাগলের গোশত বিক্রি করবেন না বলে ঘোষণা দিয়েছেন নগরীর ব্যবসায়ীরা। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে এক জরুরি বৈঠকে সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির নেতারা এ ঘোষণা দেন।

সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক বলেন, সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃপক্ষ মহানগরী এলাকায় গরুর গোশত ৬০০ ও ছাগলের গোশত ৮৫০ টাকা নির্ধারিত করে দিয়েছে। কিন্তু আমরা যে দামে গরু ও ছাগল কিনি, সে অনুযায়ী সিসিকের নির্ধারিত দামে গোশত বিক্রি করলে আমাদের লোকসান গুনতে হয়।

সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমরা গত এক মাস থেকে সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে দাম বাড়ানোর দাবি জানাই। কিন্তু সর্বশেষ সিসিক কর্তৃক ধার্যকৃত দাম ওই ৬০০ ও ৮৫০ টাকাই রেখে দেওয়া হয়েছে। তাই বাধ্য হয়ে আমরা আজ থেকে গরু ও ছাগলের গোশত বিক্রি বন্ধ করে দিয়েছি। আমরা লোকসান দিয়ে তো ব্যবসা করতে পারব না। 

সিলেটের বাইরে অন্যান্য স্থানে এই দামের চেয়ে বেশি টাকায় গরু ও ছাগলের গোশত বিক্রি করা হয়। আমরা গরু-ছাগল সিলেটের বাইরে থেকে কিনি। তাই পশুর দাম পড়ে বেশি। সারা দেশে এক দাম নির্ধারণ করে দেওয়ার জন্য আমরা সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি। 

ব্যবসায়ীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সিলেটে গরু ও ছাগলের গোশত বিক্রি বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির নেতারা।

Bootstrap Image Preview