Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, জুন ২০২৩ | ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

‘বাসার জন্য আমি ২৮ টাকা দরে পাঁচ কেজি পেঁয়াজ কিনেছি’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২২, ১০:৩৫ PM
আপডেট: ০৪ এপ্রিল ২০২২, ১০:৩৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ব্রাজিল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ অনেক দেশে ভোজ্যতেলের দাম না কমলে বাংলাদেশেও কমবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে তিনি বলেন, মূল্য সংযোজন কর (ভ্যাট) কমানোয় তেলের দাম কমেছে। পেঁয়াজের দামও কম।

আজ সোমবার দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত টাস্কফোর্স কমিটির প্রথম বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘বাসার জন্য আমি ২৮ টাকা দরে পাঁচ কেজি পেঁয়াজ কিনেছি।’

গত ২৮ মার্চ বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের নেতৃত্বে ১৭ সদস্যের উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করে বাণিজ্য মন্ত্রণালয়। আজ অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্রসচিব, খাদ্যসচিব, কৃষিসচিবসহ প্রতিযোগিতা কমিশন, টিসিবি, এফবিসিসিআই, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের নিম্ন আয়ের এক কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হচ্ছে। আমদানি পণ্যের দ্রুত খালাস ও শুল্কায়ন এবং দ্রুত পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মজুত ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, ভোজ্যতেলের ওপর ভ্যাট প্রত্যাহারের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে। দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত আছে। অন্য পণ্যের মজুত স্থিতিশীল, বাজারে পণ্যের ঘাটতি নেই।

Bootstrap Image Preview