Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রোজিনার এমন মহৎ কাজ দেখে আমি নিজেই বিস্মিত : ইলিয়াস কাঞ্চন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২২, ০৪:০৩ PM
আপডেট: ০২ এপ্রিল ২০২২, ০৪:০৪ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পৌনে ২ কোটি টাকা ব্যয়ে ঘোনাপাড়া গ্রামে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা। মসজিদটির নামকরণ নিজের মায়ের নামে ‘দশগম্বুজ মা খাদিজা জামে মসজিদ’ রেখেছেন তিনি। নায়িকা রোজিনার এমন মহৎ কাজ দেখে বিস্মিত চিত্রনায়ক ও চলচ্চিত্র সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। তুরস্কের নকশায় ৬ শতাংশ জমির উপরে নির্মিত এ মসজিদ দেখে অভিভূত তিনি। 

এ নায়ক আশাবাদ ব্যক্ত করে বলেন, অভিনেত্রী রোজিনার মতো অন্যান্যরাও যেন এভাবে ইসলামের পথে সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে পারেন। দুই বছর ধরে নির্মাণ কাজ শেষ করে শুক্রবার হয় ‘দশগম্বুজ মা খাদিজা জামে মসজিদ’ -এর উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনও।

উদ্বোধন শেষে নিজের প্রতিক্রিয়ায় ‘বেদের মেয়ে জোসনা’ খ্যাত তারকা বলেন, ‘রোজিনার এমন মহৎ কাজ দেখে আমি নিজেই বিস্মিত। তিনি তার মায়ের নামে এমন সুন্দর একটি মসজিদ করেছেন। মুসলমান হয়েই আমাদের মরতে হবে। আখিরাতের জন্য আমরা কী করে গেলাম, তা সবারই ভাবা দরকার। রোজিনা তার এলাকায় এত্ত সুন্দর একটি মসজিদ নির্মাণ করেছে আসলেই এটা ভালো কাজ। তিনি খুবই ভালো মনের একজন মেয়ে। আমরা একত্রে অনেকগুলো সিনেমায় কাজ করেছি। দৃষ্টিনন্দন এই মসজিদ নির্মাণ করাতে এলাকাবাসীর জন্য অনেক খুশির খবর। আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করি রোজিনার মতো যেন সবাই তৌফিক অনুযায়ী ইসলামের পথে সহযোগিতা করে।’

মসজিদের বিষয়ে চিত্রনায়িকা রোজিনা জানান, যে জমির ওপর এ ইবাদতের ঘর নির্মিত, তা তার মাকে দেন নানা। মায়ের সূত্র ধরে তিনি জমির মালিক হন। খুব শিগগিরই একই এলাকায় একটি চক্ষু হাসপাতাল করার চিন্তাও আছে তার। সবার সহযোগিতা পেলে সেটির কাজ শুরু করবেন।

Bootstrap Image Preview