Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বৃষ্টি থেমেছে, শুরুর প্রস্তুতি চলছে এ আর রহমানের কনসার্টয়ের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২২, ০৮:৪১ PM
আপডেট: ২৯ মার্চ ২০২২, ০৮:৪১ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


 বৃষ্টির কারণে মাঝপথে থমকে গেছে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্ট। মঙ্গলবার (২৯ মার্চ) সোয়া ৬টা পর বৃষ্টি আসে। শুরুতে গুড়ি গুড়ি হলেও মুহূর্তে মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। বৃষ্টির মাত্রা বাড়তে থাকায় বন্ধ রাখা হয় কনসার্ট। তবে ইতোমধ্যে বৃষ্টি থামায় ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কনসার্ট শুরুর প্রস্তুতি চলছে

কনসার্ট প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, মাঠে থাকা দর্শকরা হুট করে আসা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন। বিভিন্নভাবে তারা বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করছেন। কেউ কেউ চেয়ার উল্টো করে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করেছেন। কেউ আবার ব্যাগ, ককশিটের বক্স দিয়ে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করেছেন।

অন্ধকার দূর করতে স্টেডিয়ামে ফ্লাড লাইট জ্বালানো হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, বৃষ্টি থেমে গেলেই মঞ্চে আসবেন অস্কারজয়ী সুরকার এ আর রাহমান।

এদিন বিকেল ৪টার পর শুরু হওয়া এ কনসার্টে স্থানীয়দের মধ্য থেকে গেয়েছেন মাইলস (হামিন আহমেদ) এবং মমতাজ।

Bootstrap Image Preview