Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হতাশায় ভুগছেন অর্জুন! মৃত মাকে লিখলেন চিঠি, খুব দ্রুত দেখা হবে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০২২, ০৭:০৬ PM
আপডেট: ২৬ মার্চ ২০২২, ০৭:০৬ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


মোনা সুরি বনি কপূরের প্রথম পক্ষের স্ত্রী, অর্থাৎ অর্জন কাপুর ও অংশুলা কাপুরের মা। ২০১২ সালে ২৫ মার্চ ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান তিনি। শুক্রবার (২৫ মার্চ) ছিল তার ১০তম মৃত্যুবার্ষিকী। মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে একটি খোলা চিঠি লিখেছেন অর্জুন। সেখানে তিনি লিখেছেন, এই জীবনের সব কিছুই অপ্রয়োজনীয়, অর্থহীন লাগে। খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের। খবর আনন্দবাজার পত্রিকার।

এদিন মায়ের সাথে ছোটবেলার পুরনো একটি ছবি শেয়ার দেন অর্জুন। মোনা সুরির কোলে চড়ে যেনো আকাশ দেখছিলেন অভিনেতা। সেই ছবির নিচে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে উঠে এসেছে হতাশা, দীর্ঘনিঃশ্বাস আর শূন্যতা। অর্জুন লিখেছেন,  ওখানেই (আকাশে) আমাদের আবার দেখা হবে মা। যেখান থেকে তুমি আমাকে আর অংশুলাকে দেখতে পাও। কবে তোমার সঙ্গে দেখা করব? কবে তুমি আমাকে জড়িয়ে ধরবে আর একবার? কবে আমার দিকে তাকিয়ে হাসবে আর একবার? কবে তোমার গলার আওয়াজ শুনতে পাবো আবার? খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের। ১০ বছর হয়ে গেল, তোমাকে দেখিনি। এই জীবনের সব কিছুই অপ্রয়োজনীয়, অর্থহীন লাগে। সাফল্য হোক বা ব্য়র্থতা, প্রতিটি মুহূর্তে মনে পড়ে, তুমি নেই। এ জীবন নির্দয়। তোমার আত্মত্যাগ যে দাম পেয়েছে, তা দেখতে পাওয়ার আগেই জীবন তোমাকে কেড়ে নিয়েছে।

শেষে তিনি লিখেছেন, আজকের দিনটা জঘন্য। আগামীকাল হয়তো এর থেকেও খারাপ হবে বা একটু ভালো হবে। কিন্তু তুমি নেই। তাই একাই সেই দিনটার সঙ্গে লড়াই করতে হবে আমাকে। আশা করি, তুমি আমাকে দেখছো। আমি তোমার অর্জুন, তোমার বীরপুরুষ। এদিকে, অংশুলাও তার মা এবং ভাই অর্জুনের একটি ছবি পোস্ট করে চিঠি লিখেছেন। মায়ের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের কথা মনে পড়ে তারও। এই দিনটিতে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না অংশুলার। সে কথাই লিখেছেন দীর্ঘ পোস্টে।

 

Bootstrap Image Preview