Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, জুন ২০২৩ | ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চায়ের সঙ্গে ধূমপান করে যে সর্বনাশ ডেকে আনছেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২২, ০৫:১০ PM
আপডেট: ২৪ মার্চ ২০২২, ০৫:১০ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


অনেকেই আছেন যাদের চায়ের সঙ্গে ধূমপান করার মতো বদঅভ্যাস রয়েছে। এতে সিগারেট এবং চা খাওয়ার স্বাদ দ্বিগুণ হয়ে যায়, এমনটাই ধারণা তাদের। কিন্তু এই অভ্যাস কত বড় ক্ষতি ডেকে আনছে, সে সম্পর্কে অনেকেই অবগত নন।

এক কাপ ধোঁয়া ওঠা চা বা কফির সঙ্গে একটি সিগারেট বা বিড়ি। ব্যস্ততার ফাঁকে অনেকেরই এভাবে কাটে। অথবা পাড়ার মোড়ে চায়ের দোকানে প্রায়ই এমন চিত্র ধরা পড়ে। বিষয়টি ক্ষণিকের আরাম দিলেও আদতে নাকি বড় বিপদ ডেকে আনতে পারে।

সম্প্রতি এক গবেষণায় দাবি করা হয়েছে, যারা নিয়মিত ধূমপান বা মদ্যপান করেন, তাদের গরম চা খাওয়া এড়িয়ে যাওয়া উচিত। 'অ্যানালস অব ইন্টার্নাল মেডিসিন' নামক জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বিজ্ঞানীরা জানিয়েছেন, যে ব্যক্তিরা নিয়মিত ধূমপান ও মদ্যপান করেন, তাদের ক্ষেত্রে অতিরিক্ত গরম চা পান করাটা খাদ্যনালীর ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়।

বিজ্ঞানীদের মত, ধূমপান ও মদ্যপানের অভ্যাস না থাকলে শুধু চা পান করা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। ৩০ বছর থেকে ৭৯ বছর বয়সী সাড়ে ৪ লাখ ব্যক্তির উপরে করা সমীক্ষা থেকে গবেষকরা এই তথ্য খুঁজে পেয়েছেন।

ধূমপান, মদ্যপান এবং চা পান অভ্যাসের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছিল এই গবেষণার জন্য। গবেষণার শুরুতে তাদের কারও ক্যানসার ছিল না। এই সাড়ে ৪ লাখ মানুষের তথ্য নেওয়া হয় ৯ বছর ধরে। তাদের মধ্যে ১৭৩১ জনের ইসোফ্যাজিয়াল বা খাদ্যনালীর ক্যানসার দেখা দেয় ওই সময়ের মধ্যে। যারা অতিরিক্ত গরম চা পান বা মদ্যপান করেন এবং পাশাপাশি ধূমপান করেন, তাদের ইসোফ্যাজিয়াল ক্যানসারের ঝুঁকি পাঁচগুণ বেশি, এমনই বলেছেন বিজ্ঞানীরা। 

Bootstrap Image Preview