Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৫ মিনিটেই শেষ ঢাকা-টরন্টো রুটের সব টিকেট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০২২, ১২:০৩ PM
আপডেট: ২০ মার্চ ২০২২, ১২:০৩ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে কানাডার টরেন্টো রুটে পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট চালু করছে। শনিবার (১৯ মার্চ) বিকাল ৫টা ৩০ মিনিট থেকে বিমানের ঢাকা-টরেন্টো রুটের টিকেট বিক্রয়ের জন্য উন্মুক্ত করা হয়। যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com থেকে এ রুটের টিকেট ক্রয় করতে পারবেন।

এদিকে টিকিট বিক্রি শুরুর ১৫ মিনিটের মাথায় কোনো টিকিট পাওয়া যায়নি বলে প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিমানের সেলস সেন্টার থেকে জানানো হয়েছে, এই টিকিট “সাধারণ যাত্রীদের জন্য নয়”।

বিজ্ঞপ্তিতে বিমান কর্তৃপক্ষ বলেছে, বিমানের যে কোনো সেলস সেন্টার, বিমান কল সেন্টার +৮৮০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকেট ক্রয় করা যাবে। কানাডা থেকে যে সমস্ত যাত্রী বাংলাদেশে আসতে চান তারা বিমানের ওয়েবসাইট থেকে অথবা বাংলাদেশে অবস্থিত বিমানের যে কোনো সেলস সেন্টার বা অনুমোদিত ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে টিকেট ক্রয় করতে পারবেন।

তবে ৫টা ৪৫ মিনিটে বিমানের ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, ওই ফ্লাইটের সব টিকিট বিক্রি ইতোমধ্যে শেষ। ২৬ মার্চ তারিখের টিকিট বুকিংয়ের ঘরে লেখা “সোল্ড আউট”।

এদিকে প্রথম আলোর প্রতিবেদনে বলা আরও বলা হয়েছে, সন্ধ্যা ৬টার দিকে বিমানের কল সেন্টারে যোগাযোগ করলে বিমানের পক্ষ থেকে জানানো হয়, ২৬ মার্চের ঢাকা–টরেন্টো ফ্লাইটটি সাধারণ যাত্রীদের জন্য নয়। এটি পরীক্ষামূলক বিশেষ ফ্লাইট। এ কারণে এ ফ্লাইটের টিকিট বিক্রি করা হচ্ছে না।

প্রসঙ্গত, আগামী ২৬ মার্চ স্থানীয় সময় রাত ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইট বিজি৩০৫ কানাডার টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ২৭ মার্চ স্থানীয় সময় সকাল ৭টা ১৫ মিনিটে টরেন্টোতে অবতরণ করবে।

টরেন্টো থেকে ফিরতি ফ্লাইট বিজি৩০৬ আগামী ২৯ মার্চ স্থানীয় সময় সকাল ১০ টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে এবং ৩০ মার্চ স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে। অত্যাধুনিক মডেলের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারের মাধ্যমে টরেন্টো ফ্লাইট পরিচালিত হবে।

Bootstrap Image Preview