Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বাংলাদেশে আসলেন সানি লিওন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০২২, ০৬:০০ PM
আপডেট: ১২ মার্চ ২০২২, ০৬:০০ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বলিউড অভিনেত্রী সানি লিওন এখন ঢাকায়। নিশ্চিত করেছেন তিনি নিজেই। যদিও সরকার জানিয়েছিল তার ভিসা বাতিল করা হয়েছে। তবে সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বাংলাদেশে আসলেন এই তারকা।

শনিবার (১২ মার্চ) বিকালে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট দেন সানি লিওন। সেখানে দেখা যায়, তিনি ঢাকার বিমানবন্দরে। তার পেছনে লেখা রয়েছে ‘ওয়েলকাম টু বাংলাদেশ’। 

ছবিটির ক্যাপশনে সানি লিওন লেখেন, ‘এই সুন্দর দেশটিতে এসে খুব খুশি আমি।’

খোঁজ নিয়ে জানা যায়, ঢাকায় আসার পর সানি লিওন সোজা চলে গেছেন গানবাংলা টিভির কার্যালয়ে। সেখানে তাকে বরণ করে নিয়েছেন সঙ্গীতশিল্পী ও গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপস। সানির সঙ্গে তার স্বামী ড্যানিয়েল ওয়েভারও এসেছেন।

এদিকে, বাংলাদেশের নির্মাতা শামীম আহমেদ রনি পরিচালিত ‘সোলজার’ শিরোনামের একটি সিনেমায় অভিনয়ের জন্য ঢাকায় আসার কথা ছিল এই অভিনেত্রীর। সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান তার শুটিংয়ের অনুমতি চেয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বরাবর আবেদন করেন। প্রথমে সরকার অনুমতি দিলেও পরে তা বাতিল করে।

বুধবার (৯ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, মেসার্স চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেট-এর ব্যানারে নির্মাণাধীন ‘সোলজার’ নামক চলচ্চিত্রে অংশগ্রহণের জন্য ১০ জন ভারতীয় অভিনয় শিল্পী ও কলাকুশলী এবং আমেরিকান অভিনেত্রী করনজিৎ কৌর ওয়েভারসহ (পাসপোর্ট নম্বর ৫৪৮৫৬৬৭৫৬) মোট ১১ জনের অনুকূলে বাংলাদেশে আগমনের অনুমতি বা ওয়ার্ক পারমিট প্রদান করা হয়। এখানে অনিবার্যকারণে আমেরিকান অভিনেত্রী করনজিৎ কর ওয়েভার (পাসপোর্ট নম্বর ৫৪৮৫৬৬৭৫৬) এর ওয়ার্ক পারমিট নির্দেশক্রমে এতদ্বারা বাতিল করা হলো।

এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে একটি চিঠিতে জানিয়েছিল, গত ৫ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকতে পারবেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী।

তার আগে ২০১৫ সালে সানি লিওনের বাংলাদেশে আসার কথা উঠলেও ইসলামিক সংগঠনগুলোর বাধার মুখে অনুমতি দেওয়া হয়নি।

Bootstrap Image Preview