Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চলতি মাসে বিএফডিসি’তে আবারও নির্বাচন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০২২, ১২:১৮ PM
আপডেট: ০২ মার্চ ২০২২, ১২:১৮ PM

bdmorning Image Preview


আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন-বিএফডিসি’তে। এবারের নির্বাচনে অংশ নেবে দীর্ঘদিন ধরে নেতৃত্বহীন থাকা বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক নেতা মোহাম্মদ ইকবাল।

তিনি জানান, আগামী ২১ মার্চ সকাল থেকে বিকাল পর্যন্ত বিএফডিসি’তে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। আজ মঙ্গলবার (১ মার্চ) এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেভাবেই সব আয়োজনের প্রস্তুতি প্রস্তুতি চলছে।

প্রযোজক নেতা মোহাম্মদ ইকবাল বলেন, 'আমরা আজ প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করেছি। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আগামী ২১ মে নির্বাচন। নির্বাচন কমিশনও গঠিত হয়েছে। আশা করি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব পাবে সমিতি।'

তিনি আরও জানান, প্রায় দেড়শ ভোটার এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই নেতৃত্বহীন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। কয়েক দফা নির্বাচনের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত নানা সংকটে তার আর হয়ে উঠেনি। বর্তমানে এই সমিতি চলছে প্রশাসক নিয়োগের মাধ্যমে। নির্বাচনের মাধ্যমে এই সমিতি নতুন করে ঘুরে দাঁড়াবে বলেও ধারণা সংশ্লিষ্টদের।

Bootstrap Image Preview