Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হিজাব ইস্যুতে কঙ্গনা বললেন আফগানিস্তানে গিয়ে বোরকা পরবেন না!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২২, ১০:৫৩ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০২২, ১০:৫৩ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ভারতে কোনো আলোচিত ঘটনা ঘটবে, আর তা নিয়ে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত কিছু বলবেন না; এমনটা তো হয় না। ঠিক তাই, পুরো ভারত যখন কর্ণাটকের হিজাব কাণ্ডে উত্তাল, যেই ইস্যু ছড়িয়ে গেছে আন্তর্জাতিক অঙ্গনেও; সে বিষয়ে কঙ্গনা নিজের মন্তব্য অবশ্যই জাহির করেছেন।

সোশ্যাল প্ল্যাটফর্মে কঙ্গনা লিখেছেন, ‘যদি সত্যিই সাহস দেখাতে হয়, তাহলে আফগানিস্তানে গিয়ে বোরকা পরবেন না! স্বাধীনভাবে থাকতে শিখুন, খাঁচায় নিজেকে বন্ধ করে রাখবেন না।’

কঙ্গনার এই মন্তব্য পছন্দ হয়নি বলিউডের বরেণ্য অভিনেত্রী শাবানা আজমির। তিনি জবাবে বললেন, ‘যত দূর আমি জানি, আফগানিস্তান ধর্মভিত্তিক দেশ। আর ভারত ধর্মনিরেপক্ষ দেশ, তাই তো?’

বলে রাখা প্রয়োজন, বিজেপি শাসিত কর্ণাটক রাজ্যে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে অনেকদিন ধরেই জটিলতা দেখা যাচ্ছে। এমনকি বিষয়টি নিয়ে আদালতে মামলাও দাখিল হয়েছে। এর মধ্যেই সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়।

যেখানে দেখা যায়, এক ছাত্রী বোরকা হিজাব পরে কলেজে প্রবেশ করতে চাইলে তাকে বাধা দেয় বিজেপির একদল সমর্থক। এসময় তারা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে বিক্ষুব্ধ পরিবেশ তৈরি করে। তাদের সামনে প্রতিবাদ জানিয়ে ওই তরুণী ‘আল্লাহু আকবর’ স্লোগান দেন।

এই ঘটনায় ভারত ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা হয় ও প্রতিবাদের ঝড় ওঠে। বিষয়টি নিয়ে ভারতীয় কবি ও লেখক জাভেদ আখতার প্রতিবাদ জানিয়ে টুইট করেন, ‘আমি কোনোদিনই হিজাব বা বোরকার সমর্থন করি না। সেই মনোভাব এখনও আমার বদলে যায়নি। তবে সম্প্রতি কর্ণাটকের কলেজে স্বল্প সংখ্যক মেয়েদের ওপর একদল দুষ্কৃতি যেভাবে চড়াও হলো, সেই ঘটনার তীব্র নিন্দা করছি। তবে তারা অসফল। কিন্তু আমার প্রশ্ন, এটাকেই কি পুরুষত্ব বলে! গোটা ঘটনায় আমি একেবারেই হতাশ।’

Bootstrap Image Preview