Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পাইকারি বাজারে পেঁয়াজের কেজি ২০ টাকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২২, ১১:৩৭ AM
আপডেট: ১৫ জানুয়ারী ২০২২, ১১:৩৭ AM

bdmorning Image Preview


দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে ভারতীয় পেঁয়াজের দাম কেজিপ্রতি ৬ থেকে ৮ টাকা কমেছে। এক সপ্তাহ আগে বিক্রি হয়েছিল ২৬ থেকে ৩০ টাকা কেজি দরে। বর্তমানে ২০ থেকে ২২ টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে। হিলি বন্দরে পেঁয়াজের দাম কমায় খুশি পাইকাররা। তবে খুচরা বাজারে ক্রেতা তেমন নেই বলছেন ব্যবসায়ীরা। শনিবার (১৫ জানুয়ারি) হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।

হিলি বাজারের ব্যবসায়ীরা আরটিভি নিউজকে জানিয়েছেন, পাবনা ও মেহেরপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে নতুন পেঁয়াজ উঠেছে। এতে বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ বেড়েছে। সরবরাহ বাড়ায় আগের তুলনায় দামও কম। সেই সঙ্গে ক্রেতা সংকট।

পেঁয়াজ আমদানিকারী হারুন-উর রশিদ আরটিভি নিউজকে জানিয়েছেন, বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে আমদানির পরিমাণ মাঝে মাঝে উঠানামা করছে। কারণ দেশের বাজারে এখন প্রচুর পরিমান দেশীয় পেঁয়াজের সরবরাহ রয়েছে। যার জন্য আমদানিকারকরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে আগ্রহ হারিয়ে ফেলছে।

হিলি কাস্টমসের তথ্য মতে, গত সপ্তাহে ৬ কর্মদিবসে ভারতীয় ৫৬ ট্রাকে ১ হাজার ৫৬৪ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

Bootstrap Image Preview