Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপের মাঝে দল নিয়ে পাপন-মাহমুদউল্লাহর লড়াই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২১, ০৩:৪১ PM
আপডেট: ২৩ অক্টোবর ২০২১, ০৩:৪১ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝে পাল্টাপাল্টি কথার খেলায় মেতে উঠেছেন টাইগার ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারের পর তিন সিনিয়রের ব্যাটিংকে দায়ী করেছিলেন পাপন। এর জবাবে দুই দিন আগে মাহমুদউল্লাহ পাপনের সমালোচনা করে বলেন 'আমরাও মানুষ'। এবার তার পাল্টা জবাব দিলেন নাজমুল হাসান পাপন।

স্কটল্যান্ডের কাছে হারের পর পাপন সাকিব-মুশফিক আর রিয়াদকে খোঁচা মেরে বলেছিলেন, 'কাউকে তিনে খেলাতেই হবে, কাউকে চারে খেলাতেই হবে- এটা তো ম্যাচের কন্ডিশনের ওপর নির্ভর করে। তাই এটিও আরেকটি কারণ। …. ওরা কী ভেবেছিল জানি না। ওদের মাথায় কী চলছিল জানি না। তবে আমার বিশ্বাস, আমাদের ক্রিকেটাররা আরও বড় দলের বিপক্ষে ভালো খেলতে পারে।'

এরপর পাপুয়া নিউগিনির বিপক্ষে বিশাল জয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করার পর মাহমুদউল্লাহ বলেন, 'অনেক প্রশ্ন এসেছে আমাদের ব্যাটিংয়ের স্ট্রাইক রেট প্রসঙ্গে। আমাদের তিন সিনিয়র ক্রিকেটারের স্ট্রাইক রেট নিয়ে। আমরা তো চেষ্টা করেছি। চেষ্টার বাইরে তো আমাদের কাছে কিছু নেই। এরকম না যে আমরা চেষ্টা করিনি। আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু ফল আমাদের পক্ষে আনতে পারিনি। আমরাও মানুষ। আমাদেরও অনুভূতি কাজ করে।'

এবার অধিনায়কের কথার পাল্টা জবাব দিলেন বিসিবি সভাপতি। এক বেসরকারি টেলিভিশনের সঙ্গে সাক্ষাতকারে মাহমুদউল্লাহর উদ্দেশ্যে পাপন বলেন, 'আমার মনে হয় তার ও দলের বাকিদের একটা ব্যাপার বোঝা উচিত। যেটা সে বলল, তারা মানুষ কিন্তু একই সঙ্গে দলের সমর্থকদের সবাইও মানুষ আর বিসিবিতে যারা আছে তারাও। এখানে ব্যক্তিগতভাবে নেওয়ার কিছু নেই। কারণ আমরা যাই বলি না কেন দল ও দেশের জন্য বলেছি। কোনো ব্যক্তির বিরুদ্ধে না।'

মাহমুদউল্লাহর বক্তব্যকে আবেগী হিসেবে উল্লেখ করে নাজমুল হাসান আরও বলেন, 'দুইটা জিনিস আমি বুঝতে পারছি না। যেটা ও বলল, তাদের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তোলায় খারাপ লেগেছে। আমার মনে হয় না কেউ তাদের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তুলেছে...আমি একবারের জন্যও তাদের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তুলিনি। দ্বিতীয় ব্যাপার হচ্ছে সে বলেছে আমি তাদের অপমান করেছি। আমার মনে হয় এটা শুধু আবেগী কথা।'

Bootstrap Image Preview