Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অভিনেতা ও নির্মাতা কায়েস চৌধুরী আর নেই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২১, ১২:০৬ AM
আপডেট: ২২ অক্টোবর ২০২১, ১২:০৬ AM

bdmorning Image Preview


দীর্ঘদিন ধরে কিডনি জনিত সমস্যায় ভুগে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা, নাট্যকার ও পরিচালক কায়েস চৌধুরী।

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। কায়েস চৌধুরীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ডিরেক্টর গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর।

সাগর জানান, কিডনি রোগে আক্রান্ত কায়েস চৌধুরী বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর লালমাটিয়ার বাসায় অচেতন হয়ে পড়েন। এরপর তাঁকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। কায়েস চৌধুরী স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মৃত্যুর পর হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গোসল করানোর কাজ করা হচ্ছিল। সাগর জানান, কায়েস চৌধুরীর মরদেহ পান্থপথের একটি হাসপাতালের হিমঘরে রাখা হবে। শুক্রবার বাদ জুমা ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।

দুই দিন আগেও কায়েস চৌধুরী একটি নাটকের শুটিংও করছিলেন। কিডনি রোগে আক্রান্ত এই অভিনেতা, পরিচালক ও নাট্যকার বেশ কিছুদিন ধরে ডায়ালাইসিস নিচ্ছিলেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিনেতা, পরিচালক ও নাট্যকারের সঙ্গে নিজেদের কাজের স্মৃতিচারণা করছেন অনেকে।

Bootstrap Image Preview