Bootstrap Image Preview
ঢাকা, ১২ শনিবার, অক্টোবার ২০২৪ | ২৭ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পিঠের যন্ত্রণা কিডনির সংক্রমণের সংকেত হতে পারে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২১, ১০:৩৪ AM
আপডেট: ০১ অক্টোবর ২০২১, ১০:৩৪ AM

bdmorning Image Preview


অনেক সময় মানুষের পিঠে ব্যথা হয়। অনেকেই মনে করেন এই ধরনের ব্যথা সাধারণ বা স্পন্ডা‌লাইটিসের জন্য হচ্ছে। অনেক সময় হাঁটতে গিয়েও পিঠে বা কোমড়ে ব্যথা হয়। এই ধরনের উপসর্গকে অনেকেই উপেক্ষা করেন। কিন্তু এই ধরনের সমস্যাও কিডনির সংক্রমণের সংকেত হতে পারে।

মূলত কিডনির সংক্রমণ দেখা দিলে তার প্রথম উপসর্গ‌ প্রস্রাবের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যেমন- বেশি বা কম পরিমাণে প্রস্রাব হয়। প্রস্রাবের সময় ব্যথা, জ্বালাভাব, রক্তপাত ইত্যাদির সমস্যা দেখা দিলে তাকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের লক্ষণ বলা হয়। এই সমস্যা যখন কিডনিতে ছড়িয়ে পড়ে তখন জ্বর হয় এবং পিঠ বা পিছনে ব্যথা হয়। কিন্তু প্রথমেই যদি আপনি প্রস্রাবের উপসর্গে‌ উপেক্ষা না করে যথাযথ চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করেন তাহলে এই কিডনির সংক্রমণ এড়ানো সম্ভব।

এছাড়াও কিডনির সমস্যা হলে শরীরে অস্বস্তি, বমি বমি ভাব বা বমি হওয়া, নিঃশ্বাসের সমস্যা, অত্যধিক ঠান্ডা লাগা বা শীত অনুভূত হওয়া, ওজন বৃদ্ধি পাওয়া, ত্বকের সমস্যা দেখা দেওয়ার মত একাধিক উপসর্গ দেখা দেয়। তাই এই সব উপসর্গগুলি সম্পর্কে সচেতন হন এবং দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

Bootstrap Image Preview