Bootstrap Image Preview
ঢাকা, ১৩ শুক্রবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৮ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেই মডেলকে নিজের করে পেতে ৪ কোটি টাকা সাধলেন আরব শেখ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৪ AM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৪ AM

bdmorning Image Preview


পুরুষদের ওপর নির্ভর করতে করতে বিরক্ত হয়ে গিয়েছিলেন ব্রাজিলিয়ানের এক মডেল। তাই পুরুষদের তোয়াক্কা না করে নিজেকেই বিয়ে করে সম্প্রতি শিরোনামে এসেছিলেন ওই নারী।

 বিয়ের পোশাকে চার্চের সামনে দাঁড়ানো তার ছবিও ভাইরাল হয়েছিলো। নিজের বিশেষ দিনটি বন্ধুদের সঙ্গে উদযাপনও করেছিলেন তিনি।

৩৩ বছর বয়সী ওই মডেল ক্রিস গ্যালেরা যখন নিজেকে বিয়ে করেন তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হয়েছিলেন। যদিও সেসব মোটেও আমলে নেননি ক্রিস। তবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একজনের অনুরোধে চোখ আটকে যায় ক্রিসের। খবর ইন্ডিয়া ডট কম ও নিউজ ১৮।



একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে ক্রিস জানিয়েছিলেন, এক আরব শেখের বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। ওই আরব শেখ ক্রিসকে ‘নিজেকে ডিভোর্স’ দিয়ে তাকে বিয়ে করতে বলেছেন।

ওই গণমাধ্যমকে ক্রিস জানান, আবর শেখ আমাকে বিয়ে করার জন্য ৫ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ২৬ লাখ টাকা) পণ দিতে চেয়েছেন।

বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ক্রিস ওই আরব শেখের সঙ্গে একবার কথাও বলেছেন।

এদিকে ক্রিস অবশ্য তার প্রস্তাব সরাসরি নাকচ করে দেন।

Bootstrap Image Preview