Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভিন্নপথে হাঁটতে হয়েছে তমা মির্জাকেও

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২১, ১০:৩৬ AM
আপডেট: ০৫ আগস্ট ২০২১, ১০:৩৬ AM

bdmorning Image Preview


করোনা মহামারি সবার জীবনেই কমবেশি প্রভাব ফেলছে। চিত্রনায়িকা তমাও এর ভুক্তভুগী। তমা জানালেন,  প্রায় দুই বছর ধরে সিনেমার কোনো শুটিং করতে পারছেন না। করোনা মহামারিই এই দীর্ঘ বিরতির মূল কারণ। এখনো কোনো কাজ করতে পারছেন না লকডাউন চলায়। তাই তো তাকে হাঁটতে হয়েছে ভিন্নপথে। এমনকি পরকিল্পনাতেও নানান পরিবর্তন আনতে হয়েছে। পর্দার বদলে কাজ করেছেন ওয়েব প্ল্যাটফরমে।

রায়হান রাফির ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’তে দেখা গেছে তাকে। সেখানে তার অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছে। অভাবনীয় সেই সাড়ায় তমাও বেশ খুশি। তবে মিস করছেন বড় পর্দায় নিজেকে।

তমা আরও জানান, প্রেক্ষাগৃহের প্রতি তার একটি আলাদা মায়া কাজ করে। ওয়েবে কাজ করলেও সিনেমার শুটিং করার জন্য তিনি ব্যাকুল হয়ে আছেন। অপেক্ষা করছেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার।

করোনার প্রকোপ কমলেই নতুন কোনো সিনেমার শুটিং শুরু করতে চান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ নায়িকা।

উল্লেখ্য, তমার হাতে রয়েছে তিনটি ছবির কাজ। এর মধ্যে শাহনেওয়াজ কাকলীর পরিচালনায় ‘ফ্রম বাংলাদেশ’ ছবির শুটিং শেষ। এ ছাড়া শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘পাপকাহিনী’ ও আরিফুজ্জামান আরিফের পরিচালনায় ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবি দু’টির শুটিংয়ের কাজ প্রায় শেষ করেছেন তিনি।

Bootstrap Image Preview