Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টোকিও অলিম্পিকে আজ পুলে নামবেন বাংলাদেশের দুই সাঁতারু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২১, ০১:৩৯ PM
আপডেট: ৩০ জুলাই ২০২১, ০১:৩৯ PM

bdmorning Image Preview
বাংলাদেশের দুই সাঁতারু আরিফুল ইসলাম এবং জুনায়না আহমেদ।


টোকিও অলিম্পিকের সাঁতারের ইভেন্টে পুলে নামবেন বাংলাদেশের সাঁতারু আরিফুল ইসলাম এবং জুনায়না আহমেদ। আজ বিকালে শুরু হবে ৫০ মিটার ফ্রি স্টাইল ইভেন্ট।

বাংলাদেশ সময় বিকেল ৪টা ৮ মিনিটে টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে চার নম্বর হিটে এক নম্বর লেনে দেখা যাবে আরিফুলকে। ২০ মিনিট পর একই ইভেন্টে দেখা যাবে লন্ডন প্রবাসী নারী সাঁতারু জুনায়না আহমেদকে। তিন নম্বর হিটে এক নম্বর লেনে নামবেন তিনি।

এই ইভেন্টে ছেলেদের ১০টি হিট আর মেয়েদের ১১ হিট। অংশগ্রহণকারীদের মধ্যে সেরা ১৬ টাইমিং করা সাঁতারু খেলবেন পরের রাউন্ডে। সেই রাউন্ডে জুনাইনা ও আরিফুলের জায়গা পাওয়া হবে কল্পনাতীত ব্যাপার।

আগামী ১ আগস্ট অ্যাথলেট জহির রায়হানের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে জহির রায়হানের অংশ নেওয়ার মাধ্যমে শেষ হবে বাংলাদেশের অলিম্পিক অধ্যায়।

এর আগে রিকার্ভ একক ইভেন্টে শেষ ষোলো থেকে বিদায় নেন রোমান। তার সঙ্গে আর্চারি বিশ্বকাপে ইতিহাস গড়া আরেক আর্চার দিয়া সিদ্দিকী বিদায় নেন এলিমিনেশন রাউন্ড থেকে। শুটিংয়ের বাছাইয়ে বাদ পড়েন আরেক বাংলাদেশি অ্যাথলেট আব্দুল্লাহ হেল বাকী।

ফ্রান্সের উচ্চতর অনুশীলনে ছিলেন আরিফুল ইসলাম। তিন বছর ধরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইসি) স্কলারশিপে দেশটির রাজধানী প্যারিসে অনুশীলনের সুযোগ পান বিকেএসপির সাবেক এই শিক্ষার্থী। ফ্রান্স থেকেই জাপানে যোগ দেন এই সাঁতারু। অন্যদিকে ইংল্যান্ডে অনুশীলন চালিয়ে যান জুনায়না।

Bootstrap Image Preview