Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আইসোলেশনে অস্ট্রেলিয়ার গোটা দল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই ২০২১, ০৯:৪২ PM
আপডেট: ২৯ জুলাই ২০২১, ০৯:৪২ PM

bdmorning Image Preview


টোকিও অলিম্পিক গেমস খেলতে যাওয়া আমেরিকান পোল ভল্টার স্যাম কেনড্রিকস কভিড-১৯ পজিটিভ হয়েছেন। তার সংস্পর্শে গিয়েছিলেন অস্ট্রেলিয়া অ্যাথলেটিকস দলের কিছু সদস্য। ফলে অস্ট্রেলিয়ার গোটা ট্র্যাক ও ফিল্ড দলকে আজ আইসোলেশনে রাখা হয়। কভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ এলে আবার তারা ট্রেনিং ও খেলায় ফিরতে পারবেন। খবর গার্ডিয়ান ও বিবিসি।  

অস্ট্রেলিয়া অলিম্পিক কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, সতর্কতা হিসেবে অ্যাথলিটদের তাদের রুমেই আইসোলেশনে রাখা হয়েছে এবং তারা পরীক্ষা নিরীক্ষার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। 

আগামীকাল শুক্রবার টোকিও অলিম্পিকের অ্যাথলেটিকস শুরু হবে। তার ২৪ ঘণ্টা আগে এমন দুঃসংবাদ। 

বর্তমান বিশ^ চ্যাম্পিয়ন কেনড্রিকস কভিড-১৯ পজিটিভ হওয়ায় টোকিও অলিম্পিক থেকে ছিটকে পড়েছেন। ২৮ বছর বয়সী এ পোল ভল্টার ২০১৬ সালের রিও অলিম্পিক গেমসে ব্রোঞ্জ জয় করেন। এছাড়া ২০১৭ ও ২০১৯ সালের বিশ^ চ্যাম্পিয়নশিপে তিনি স্বর্ণ জয় করেন। এবার টোকিওতে তার পদক জয়ের উজ্জ্বল সম্ভাবনা ছিল।  

তার কভিড-১৯ পজিটিভ হওয়ার বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটি জানায়, স্থানীয় নিয়মকানুনের প্রতি শ্রদ্ধাপ্রদর্শন করে তাকে একটি হোটেলে পাঠিয়ে সেখানে আইসোলেশনে রাখা হয়েছে। স্যাম একজন যুক্তরাষ্ট্র দলের একজন অসাধারণ ও মার্জিত খেলোয়াড়, আমরা তার অভাব অনুভব করব। তার প্রতি সম্মান দেখিয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করছি না।

কেনড্রিকসের কোচ হিসেবে কাজ করা তার বাবা স্কট জানিয়েিেছন, তার ছেলের মধ্যে করোনার কোনো উপসর্গ নেই। 

এদিকে কভিড-১৯ পজিটিভ হওয়ায় টোকিও অলিম্পিক থেকে ছিটকে গেছেন আর্জেন্টাইন পোলভল্টার জার্মান চিয়ারাভিলিও।

আজ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি) জানায়, অলিম্পিক গেমসের সঙ্গে সম্পৃক্ত দুজন কভিড-১৯ আক্রান্ত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন, যদিও তাদের আইসিইউতে রাখা লাগেনি।  

টোকিও অলিম্পিকে এখন পর্যন্ত ২০ অ্যাথলিটসহ মোট ১৯৩ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। 

Bootstrap Image Preview