আবারও মা হতে চলেছেন বলি অভিনেত্রী তথা বচ্চন বধূ ঐশ্বর্য রাই বচ্চন। নেট দুনিয়ায় এ নিয়ে চলছে আলোচনা। বলিউডে নতুন গুঞ্জন।
ঐশ্বরিয়া গত রোববার নিজের ফেসবুকে পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। মূলত তারপর থেকেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শুরু হয়েছে। সে ছবিগুলো দেখে সবাই ধারণা করছেন সাবেক এ বিশ্ব সুন্দরী গর্ভবতী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া পোস্টে তেমনই ইঙ্গিত পাচ্ছেন নেটিজেনরা। শরৎ কুমারের কন্যা ভারালক্ষ্মী সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন, সেখানেই স্পষ্ট ঐশ্বর্যর বেবিবাম্প। কখনও হাত দিয়ে আড়াল করে আবার কখনও সকলের পিছনে দাঁড়িয়ে বেবিবাম্প লুকোনোর চেষ্টাও করলেন রাই, কিন্তু সবই গেল বিফলে। অবশেষে ফাঁস হয়ে গেল বেবিবাম্পের ছবি। তবে কি সত্যিই আবারও প্রেগন্যান্ট ঐশ্বর্য, নতুন ছবিতেই জল্পনা তুঙ্গে।
ক্যারিয়ারের মধ্য গগনে যখন তখনই বিয়ে করে সংসারী হন তিনি। ২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করেন ঐশ্বরিয়া।
২০১১ সালে তাদের কন্যাসন্তান আরাধ্যার জন্ম হয়। বেশ সুখেই দিন কাটছে এ তারকা দম্পতির।
রীতিমতো মা হওয়ার শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন তিনি।
তামিল পরিচালক মণি রত্নমের ‘পননিয়ান সেলভান’ সিনেমায় কাজ করছেন ঐশ্বরিয়া রাই। সম্প্রতি অভিষেক বচ্চন সিনেমাটির শুটিং সেটে যান। সেখানে ছবিগুলো তুলেছিলেন ঐশ্বরিয়া।
ফিগার নিয়ে বরাবরই সচেতন ঐশ্বর্য। কিন্তু একটু খেয়াল করলেই বোঝা যাচ্ছে, আগের তুলনায় তার ওজনও অনেকটাই বেড়েছে। কালো রঙের গাউন পরেও ঢাকতে পারলেন না বেবিবাম্প।
সেই ছবি ভাইরাল হয়েছে ঐশ্বরিয়া মা হচ্ছেন এই গুঞ্জনে। ভক্তরা ভাবছেন, ঐশ্বরিয়া দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন। তাদের চোখে নাকি হালকা বেবি বাম্পও ধরা পড়েছে।