Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

প্রীতিলতা ‘লুকে’ পরীমনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জুলাই ২০২১, ০২:৩১ PM
আপডেট: ২২ জুলাই ২০২১, ০২:৩১ PM

bdmorning Image Preview


প্রায় সবারই জানা বৃটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। দেশের জন্য তাঁর এই ত্যাগ ভারতবাসীকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিল। এমন রূপে আগে কখনো তাঁকে দেখা যায়নি। ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম শহীদ প্রীতিলতা রূপে হাজির হলেন পরীমনি। তাঁর প্রতিকৃতির পেছনে লেখা ‘ওয়ানটেড’।

ইউফরসির প্রযোজনায় গোলাম রাব্বানী চিত্রনাট্য ও সংলাপে রাশিদ পলাশের পরিচালনায় ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করছেন পরীমনি।

মঙ্গলবার সন্ধ্যায় পরীমনির লুক প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। আগস্টে এ চলচ্চিত্রের দ্বিতীয় দফায় শুটিংয়ের আগে এটি প্রকাশ করা হলো।

প্রীতিলতার লুক তৈরিতে চরিত্র উপস্থাপন, শিল্প পরিচালনা ও কোরিওগ্রাফির দায়িত্ব পালন করেছেন বিপ্লব সাহা। ফটোশুট করেছেন অনিক চন্দ্র।

এদিকে পরীমনি বলেন, “সত্যিই খুব শান্তি লাগছে। নিজেকে দেখে নিজেই চিনতে পারছিলাম না। শুটের আগে কিছুটা টেনশনে ছিলাম। আমি একজন কিংবদন্তি বিপ্লবীকে নিজের মধ্যে ধারণ করে ঘুরে বেড়াচ্ছি। এই ফিল বলে বোঝানো যাবে না। মনে হচ্ছে প্রীতিলতার আত্মা ভর করেছে।”

নির্মাতা রাশিদ পলাশ জানান, পরীমনি ১০ আগস্ট থেকে চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে এ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেবেন। তিনি বলেন, “কোভিডে পরিস্থিতি বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে আমরা শুটিং করার পরিকল্পনা করেছি।”

পরীমনি ছাড়াও চট্টগ্রামের স্থানীয় কয়েকজনশিল্পী এতে কাজ করবেন বলে জানান নির্মাতা; প্রযোজনা প্রতিষ্ঠান কিছুদিন আগে অডিশন নিয়ে চট্টগ্রামের শিল্পীদের চূড়ান্ত করেছেন।

ছবিতে পরীমনি ছাড়াও অভিনয় করছেন তানভীর, মামুন বিশ্বাস, রাজু খান, আফরিনা বুলবুল, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপা প্রমুখ।

পোশাক পরিকল্পনায় আছেন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। এ চলচ্চিত্রের গানে কণ্ঠ তুলেছেন পশ্চিমবঙ্গের শিল্পী কবীর সুমন।

প্রীতিলতা ওয়াদ্দেদার ১৯১১ সালের ৫ মে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে জন্ম গ্রহণ করেন। ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর পাহাড়তলি ‘ইউরোপিয়ান ক্লাবে’ হামলা শেষে আহত প্রীতিলতা ব্রিটিশ সেনাদের হাতে গ্রেপ্তার এড়াতে নিজের কাছে রাখা ‘পটাশিয়াম সায়ানাইড’ খেয়ে করে আত্মাহুতি দেন।

Bootstrap Image Preview