Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শনিবার, ডিসেম্বার ২০২৩ | ২৪ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

হিন্দু-মুসলিম দুই ধর্ম রীতিতেই বিয়ে করলেন ভারতীয় অলরাউন্ডার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই ২০২১, ০৩:০০ PM
আপডেট: ১৮ জুলাই ২০২১, ০৩:০০ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


সাতপাকে বাঁধা পড়লেন ভারতীয় তারকা অলরাউন্ডার শিবম দুবে। দীর্ঘ দিনের বান্ধবী আঞ্জুম খানকে নিজের জীবনসংগী হিসেবে বেছে নেন তিনি। আঞ্জুম খান মুসলিম আর শিবম সনাতনী ধর্মাবলম্বীর।

তাতে অবশ্য বিয়ের আয়োজনে কোনো বাঁধা পড়েনি। দুই ধর্ম রীতি পালন করেই বিয়ের কাজটি সেরেছেন শিবম ও আঞ্জুম।

নিজেদের বিয়ের খবর ও বিশেষ মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেছেন দুবে। লিখেছেন— ‘এখান থেকেই আজীবনের যাত্রা শুরু হলো।’

ছবিতে শিবমকে দেখা গেছে হালকা গোলাপি রঙের শেরওয়ানিতে। আর ঘিয়ে রঙের লেহেঙ্গা ও লাল ওড়নায় সেজেছেন কনে আঞ্জুম। দুই পরিবার ও কাছের কিছু বন্ধুবান্ধবকে নিয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ার, রাহুল তেহটিয়া, এছাড়াও শিবম দুবের আইপিএল রাজস্থান রয়েলস শিবম ও অঞ্জুম খানকে বিবাহের শুভেচ্ছা জানিয়েছে।

দীর্ঘ কয়েক বছর রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে আইপিএল খেলার পর এই বছর।৪.৪ কোটি টাকার বিনিময়ে রাজস্থান রয়েলসে চলে গিয়েছেন শিবম দুবে। এবার আইপিএলে ইতিমধ্যেই ছয় ম্যাচ খেলে ১৪৫ রান করে করেছেন শিবম দুবে। সেপ্টেম্বর মাসে শুরু হতে চলা আইপিএল দ্বিতীয় পর্বে ফের ম্যাচে মাঠে নামবেন তিনি। তবে তার আগেই বিবাহ সেরে ফেললেন শিবম দুবে।

Bootstrap Image Preview