Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কনডম ব্যবহারের আগে নারী-পুরুষের যা অবশ্যই জানা উচিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই ২০২১, ০১:৪০ PM
আপডেট: ১৫ জুলাই ২০২১, ০১:৪০ PM

bdmorning Image Preview


যৌনতা নিয়ে কথা উঠতেই মানুষ অস্বস্তি বোধ করেন। প্রকাশ্যে কেউ এ নিয়ে কথা বলতে চায় না। ফলে দাম্পত্য জীবনে অনেকেই বিভিন্ন সমস্যায় পড়েন। আবার অনেকে চিকিৎসকের কাছেও যেতে চান না। গেলেও অনেক বিষয়ই গোপন রাখেন। এতে কিন্তু সমস্যার সমাধান হয় না। বরং খোলা মেলাভাবে নিজের সমস্যা বললে সমাধান পাওয়া যায়।

সঠিক তথ্য না জানার কারণে কনডম ব্যবহার নিয়েও সমস্যায় পড়েন অনেক নারী-পুরুষ। যা থেকে বড়সড় বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। আবার অনেকের মধ্যে বিভিন্ন ভুল ধারণাও রয়েছে। নিজের কাছে কনডম রয়েছে বিষয়টি কখনো কাউকে কেউ বলতে চায় না। কী সব প্রশ্ন করে ভয় থাকে মনে। তাই আলমারিতে বেশ যত্নে রেখে দেন। বিশেষজ্ঞদের মতে এতে কার্যকারিতা নষ্ট হয়ে যায়।

অধিকাংশ পুরুষই মানিব্যাগের ভেতরে রেখে দেন কনডম। মানিব্যাগে কনডম রাখলে বসার সময় ঘষা লেগে বা চাপে ছিদ্র হওয়ার সম্ভাবনা থাকে। অতিরিক্ত তাপমাত্রায় কার্যকারিতাও নষ্ট হতে পারে। আবার আলমারিতে জিনিসপত্রের নিচে বা ভেতরে রাখলেও এমনটা হতে পারে। অতিরিক্ত চাপ ও তাপে বেশিরভাগ সময়ই কনডম নষ্ট হয়। তাই স্বাভাবিকভাবেই কনডম রাখা উচিত।

কনডম ব্যবহারের আগে অবশ্যই এর মেয়াদ দেখে নেয়া উচিত। মেয়াদোত্তীর্ণ কনডম ব্যবহারের ফলে দুজনেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আবার অনেকের ধারণা সঙ্গম চূড়ান্ত পর্যায় গেলে তখন কনডম পরলেই হবে। এটাও একদম ভুল ধারণা। যৌনক্রিয়া ক্লাইম্যাক্সে পৌঁছার আগেই শুক্রাণুরা প্রবেশ করা শুরু করে। তাই শুরু থেকেই কনডম নেয়া উচিত।

অনেকেই রয়েছেন কনডম ব্যবহারের সময় এর উপর লুব্রিকেন্ট, ময়েশ্চারাইজার, ভেজলিন ও তেল ব্যবহার করেন। এসবের ক্ষেত্রে সাবধান থাকা ভালো। ব্যবহারের ক্ষেত্রে মান বজায় রাখা উচিত। এছাড়া বাজারে সচরাচর পাওয়া সস্তা কনডমগুলো ব্যবহার করবেন না। ভালো কোম্পানিরগুলো ব্যবহার করবেন। এতে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না। সূত্র : সংবাদ প্রতিদিন

Bootstrap Image Preview