রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ২১ কেজির বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছটি বিক্রি করা হয়েছে ২৭ হাজার ৩০০ টাকায়।
বুধবার ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে চরদৌলতদিয়া এলাকায় জেলে ওমর হালদারের জালে মাছটি ধরা পড়ে। দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, মাছটি তিনি স্থানীয় কেসমত মোল্লার আড়ত থেকে উন্মুক্ত ডাকের মাধ্যমে (নিলামে) এক হাজার ২৫০ টাকা কেজি দরে ২৬ হাজার ২৫০ টাকা দিয়ে কিনে নেন। এর পর মাছটিকে তিনি এক হাজার ৩০০ টাকা কেজি দরে ২৭ হাজার ৩০০ টাকায় টাঙ্গাইলের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, পদ্মা-যমুনা নদীর পানি কমে এবং নদীতে অসংখ্য চর পড়ে নদী সংকুচিত হয়ে যাওয়ায় এ বছর প্রচুর পরিমাণে বড় বড় বাগাড়, বোয়াল, কাতল, রুই, পাঙাশসহ নানান মাছ ধরা পড়ছে।অভয়ারণ্য তৈরি করে বড় মাছগুলো সংরক্ষণ করা গেলে নদীতে মাছের আরও বেশি বংশ বিস্তার করতে পারত। তবে এ ধরনের বড় সাইজের মাছ পেয়ে জেলেরা খুব খুশি। এর মাধ্যমে তাদের আর্থিক দৈন্যতা দূর হয়।