Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বাসর রাতেই মিথির মৃত্যু !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন ২০২১, ০২:০৫ PM
আপডেট: ২৯ জুন ২০২১, ০২:০৫ PM

bdmorning Image Preview


পার্থ বড়ুয়া ও রাফিয়াত রশিদ মিথিলার মধ্যে একটা বিষয়ে দারুণ মিল। দুজনই একইসঙ্গে অভিনয় এবং গানের মানুষ। এই দুই তারকাকে এর আগে একসঙ্গে দেখা গেছে দুটি নাটকেও। সর্বশেষ তারা একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ান আট বছর আগে। রেদওয়ান রনি পরিচালিত সেই নাটকটির নাম ‘আয়না মহল’।

এবার তৃতীয়বারের মতো একসঙ্গে নাটকে অভিনয় করছেন পার্থ বড়ুয়া ও মিথিলা। আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং হচ্ছে। ‘সুখী আত্মা’ নামের নাটকটির চিত্রনাট্য লিখেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় অলোক হাসান।

ব্যাতিক্রমী এই নাটকের গল্পে পার্থ বড়ুয়ার চরিত্রের নাম অমিয়, আর মিথিলা আছেন মিথি চরিত্রে।

জানা যায়, নাটকে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন অমিয়। পাশাপাশি কবরফলক লেখেন। অফিসের বস একদিন তাকে নিজ মেয়ের কবরের জন্য একটি ফলক লিখে দিতে বলেন। যার নাম মিথি। চিকিৎসক জানিয়েছন, ক্যানসারে আক্রান্ত মিথি বেশি দিন বাঁচবেন না। বেঁচে থাকতে সে দেখে যেতে চায় তার সমাধিতে কী লেখা থাকবে! কিন্তু এক পর্যায়ে অমিয়র সঙ্গে দেখা করেন মিথি। দুজনের মধ্যে সম্পর্ক হয়। পরিবারের বাধা উপেক্ষা করেন অমিয়কে বিয়েও করেন তিনি। কিন্তু বাসর রাতেই মারা যায় মিথি।

নাটকটি নিয়ে মিথিলা বলেন, ‘পার্থ বড়ুয়ার গান এবং অভিনয় দুটিই ভালো লাগে আমার। অনেক বছর পর তার সঙ্গে কাজ হচ্ছে। দুজনেই কাজটি খুব উপভোগ করছি। নাটকের গল্পটিও চমৎকার। দর্শকের মনে থাকার মতো একটি কাজ হচ্ছে।’ আসছে ঈদুল আজহায় দীপ্ত টিভিতে দেখানো হবে নাটকটি।

Bootstrap Image Preview