Bootstrap Image Preview
ঢাকা, ১২ শনিবার, অক্টোবার ২০২৪ | ২৬ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

একই সময়ে আ.লীগের দু’পক্ষের সভা, সাদুল্লাপুরে ১৪৪ ধারা জারি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০২১, ১২:৩৮ PM
আপডেট: ৩০ মে ২০২১, ১২:৩৮ PM

bdmorning Image Preview


গাইবান্ধার সাদুল্লাপুরে একই সময়ে উপজেলা আওয়ামী লীগের দুপক্ষ আলাদা সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

আজ রোববার (৩০ মে) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সাদুল্লাপুর উপজেলা শহরে সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

শনিবার (২৯ মে) রাতে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নবীনেওয়াজ এ নিষেধাজ্ঞা জারি করেন।

জানা যায়, রোববার সকাল ১০টার দিকে দলীয় কার্যালয়ে এক জরুরি সভা আহ্বান করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া খন্দকার। অপরদিকে সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারিয়া খান বিপ্লব একই সময়ে পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবে সভা আহ্বান করলে এই নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।

Bootstrap Image Preview