Bootstrap Image Preview
ঢাকা, ০৭ শনিবার, ডিসেম্বার ২০২৪ | ২৩ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গরুর মাংসে লেখা ‘আল্লাহু’, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০২১, ০৯:৫৪ AM
আপডেট: ২৯ মে ২০২১, ০৯:৫৪ AM

bdmorning Image Preview


গরুর মাংস। আর তাতে আরবিতে লেখা ‘আল্লাহু’। শুক্রবার (২৮ মে) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর গাবতলা এলাকায় নূর মোহাম্মদের বাড়ির ভাড়াটিয়া আবুল হোসেনের ঘরে ‘আল্লাহু’ লেখা ভেসে উঠার ঘটনা ঘটেছে। খবরটি আশপাশে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক স্থানীয়রা তা একনজর দেখার জন্য ভিড় করতে থাকেন।

আবুল হোসেন জানিয়েছেন, সকালে স্থানীয় একটি কসাইয়ের দোকান থেকে আধা কেজি গরুর মাংস কিনেন তারা। সেই মাংস রান্না করে খাবারের সময় এক টুকরো মাংসতে দেখেন ‘আল্লাহু’ লেখা ভেসে উঠা। তিনি তাৎক্ষণিক বিষয়টি আশপাশের মানুষদের জানান।

এ বিষয়ে বাড়িওয়ালা নূর মোহাম্মদ জানিয়েছেন, এই রাত ১০টার সময়ও এত মানুষ কিভাবে খবর পেল বুঝতে পারছি না। বাড়ির পাশের সড়কে শত শত মানুষ ভিড় করছে। মানুষকে বারবার নিষেধ করেও ঠেকাতে পারছি না। তারা মাংসটিকে দেখবেই।

Bootstrap Image Preview