Bootstrap Image Preview
ঢাকা, ১৫ শুক্রবার, নভেম্বার ২০২৪ | ৩০ কার্তিক ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লকডাউনে বিয়ে করতে না পেরে যুবকের আত্মহত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০২১, ১১:৩০ AM
আপডেট: ২৮ মে ২০২১, ১১:৩০ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


নোয়াখালীর সেনবাগ উপজেলায় অভাব-অনটনের কারণে বিয়ে করতে না পারায় পরিবারের সদস্যদের ওপর রাগ করে এক যুবক আত্মহত্যা করেছেন। সকালে তার মরদেহ ঝুলন্ত দেখে থানায় সংবাদ দেন এলাকাবাসী।

বুধবার (২৬ মে) সকালে নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে এ সংবাদ পেয়ে একই দিন দুপুর ১টায় সেনবাগ থানার এসআই গৌর সাহার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহত সাখাওয়াত উল্লাহ প্রকাশ সোহাগ (২৪) সেনবাগ উপজেলার অজুনতলা ইউনিয়নের দক্ষিণ মানিকপুর গ্রামের মৃত আবদুল হাইয়ের ছেলে।

নিহতের মেজো ভাই আবু বক্কর ছিদ্দিক জানান, তাদের সংসারে ৫ ভাই ও ৪ বোনসহ ৯ জন সদস্য। বাবা মারা যাওয়ার পর সংসারে অভাব-অনটন দেখা দেয়। এরই মধ্যে বিগত এক বছরেরও অধিক সময় ধরে দেশব্যাপী লকডাউনের কারণে তাদের আয়-রোজগার কমে যায়।

তিনি আরও জানান, এরই মধ্যে ছোটভাই নিহত সোহাগ তাকে বিয়ে করাতে পরিবারের সদস্যদের চাপ দিতে থাকে। কিন্তু সে আয় -রোজগার না করায় তাকে বিয়ে করাতে পরিবারের সদস্যরা দ্বিমত পোষণ করেন। এ কারণে সে অভিমান করে বুধবার (২৬ মে) রাতে নিজ শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে সেনবাগ থানার ওসি মো. আবদুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় থানায় প্রাথমিকভাবে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview