Bootstrap Image Preview
ঢাকা, ১২ শনিবার, অক্টোবার ২০২৪ | ২৬ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজধানীর বাস কাউন্টারগুলোতে ভিড় বাড়ছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০২১, ০১:৫৫ PM
আপডেট: ২৪ মে ২০২১, ০১:৫৫ PM

bdmorning Image Preview


চলমান মহামারি করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনায় আগামী ৩০ মে পর্যন্ত লকডাউন বাড়িয়েছে সরকার। তবে ৪৯ দিন পর সোমবার (২৪ মে) থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে সব ধরনের দূরপাল্লার গণপরিবহন চলাচল শুরু হয়েছে। বাস চলাচল শুরু হওয়ায় সকাল থেকেই কাউন্টারগুলোতে ভিড় জমানো শুরু করেছেন যাত্রীরা।

সরেজমিনে দেখা যায়, বাস টার্মিনালে আগের মতোই কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। বাসের টিকিট বিক্রি হচ্ছে এক আসন ফাঁকা রেখে। গন্তব্যের উদ্দেশে ছুটছে যাত্রীবাহী বাসগুলো।

মহাখা‌লি বাস টা‌র্মিনাল থে‌কে চল‌ছে ময়মন‌সিংহ, টাঙ্গাইল, শেরপুর, জামালপুর, নেত্রকোনাসহ ক‌য়েক‌টি রু‌টে বাস। য‌দিও যাত্রী‌দের সংখ্যা বেশ কম দেখা ‌‌যায়।

যাত্রাবাড়ির বাস কাউন্টারগুলোতে দেখা যায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপও বাড়ছে। যাত্রীদের অধিকাংশই পরিবার নিয়ে ঢাকা ছাড়ছেন। কেউ অনলাইনে আবার কেউ সরাসরি কাউন্টারে এসে টিকিট কাটছেন। ৬০ শতাংশ বেশি ভাড়ায় টিকিট কাটছেন যাত্রীরা। কাউন্টার থেকে গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছেন তারা।

এদিকে, আব্দুল্লাহপুর থেকে টাঙ্গাইল, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুরে বাস চলাচল করছে। এছাড়াও খুলনা, ফুলতলা, পিরোজপুর, গোপালগঞ্জ, নরসিংদী, সিলেট, ময়মনসিংহসহ বিভিন্ন এলাকার যাত্রীরা।

সায়েদাবাদ হিমাচল বাস কাউন্টারের দায়িত্বে থাকা একজন বলেন, সকাল থেকেই যাত্রীদের ভিড় আছে। ধীরে ধীরে চাপ আরও বাড়বে। সরকারের দেওয়া সব নিয়ম মেনেই বাস চলাচল করছে।

সিলেটের উদ্দেশে পরিবার নিয়ে রওনা হয়েছেন হুমায়ুন কবির। তিনি বলেন, পারিবারিক কাজে যেতে হচ্ছে।

Bootstrap Image Preview