Bootstrap Image Preview
ঢাকা, ১২ শনিবার, অক্টোবার ২০২৪ | ২৬ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাড়ির মডেল হিসাবে দুই লাখ টাকার চাকরি করেন ম্যাও ম্যাও!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মে ২০২১, ০৩:২২ PM
আপডেট: ০৭ মে ২০২১, ০৩:২৩ PM

bdmorning Image Preview


কুকুর ছাড়া পশুপাখিদের মধ্যে কেউ চাকরি করে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ডগ স্কোয়াড থাকে। সেখানে এ সব চাকরিজীবী কুকুরদের দেখা যায়। কুকুরদের পাশাপাশি এবার একটা বিড়ালও কাজ শুরু করেছে। পেশায় সে মডেল। যেন তেন জিনিসের মডেল সে না। শুধু গাড়ির মডেল হয় সে। ম্যাও ম্যাও নামের বিড়ালটি চীনে বাস করে।

তার মডেলিংয়ে আসার গল্পটা দারুন। হঠাৎ করেই মডেলিংয়ে আসে ম্যাও ম্যাও। তার মালিক ঝ্যাং গাড়ির কারখানায় কাজ করেন। একদিন গাড়ি প্রদর্শনীতে ম্যাও ম্যাওকে নিয়ে হাজির হন ঝ্যাং। একটা গাড়ির উপর ম্যাও ম্যাওকে রাখেন তিনি।

প্রদর্শনীতে আসা দর্শকরা কিউট বিড়ালটিকে দেখে ছবি তোলা শুরু করে। সেই ছবি চীনে ভাইরাল হয়ে গেলে মডেল হিসেবে ম্যাও ম্যাওয়ের গ্রহণযোগ্যতা তৈরি হয়। এখন বিভিন্ন গাড়ি তৈরির প্রতিষ্ঠান ম্যাও ম্যাওকে মডেল হিসেবে ব্যবহার করছে।

প্রতিবার মডেলিং করার জন্য ম্যাও ম্যাও এক থেকে দুই লাখ টাকা পায়। বর্তমানে সপ্তাহে এক থেকে দুইবার ফটোসেশন করে সে।

এত টাকা দিয়ে ম্যাও ম্যাও কি করে জানো? তার মালিক ঝ্যাং দামি দামি খাবার কিনে দেন। সেগুলো মজা করে খায় ম্যাও ম্যাও। এছাড়া দামি পোষাক পরে সে। ব্যবহার করে দামি গয়না।

ভালো কথা, ম্যাও ম্যাও ব্রিটিশ শর্টহেয়ার জাতের বিড়াল।

Bootstrap Image Preview