পুরান ঢাকার আরমানিটোলায় আবাসিক ভবনের রাসায়নিক গুদামে আগুন লেগে আহত হন নব-দম্পতি মুনা সরকার ও আশিকুজ্জামান খান। এখনো তাদের জ্ঞান ফেরেনি বলে জানা গেছে। শনিবার (২৪ এপ্রিল) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে চিকিৎসার উন্নতির লক্ষ্যে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে তাদের।
শুক্রবার (২৩ এপ্রিল) ভোরে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় এ নব-দম্পতি জ্ঞান হারিয়েছিলেন। তাদের শরীরের ভেতরে আগুনের ধোঁয়া প্রবেশ করেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
চিকিৎসকরা আরও জানিয়েছেন, তাদের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা এখন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অবস্থা এখন আশঙ্কাজনক বলেও জানিয়েছেন চিকিৎসকরা।
আহত আশিকুজ্জামানের ছোট ভাই সালমান ফারসি বলেন, তারা পরিবারের কেউই এখনো তার বড় ভাইকে দেখেননি। চিকিৎসকরা তাদের জানিয়েছেন যে ৭২ ঘণ্টার মধ্যে জ্ঞান না ফিরলে করার কিছু নেই।
প্রসঙ্গত, আশিকুজ্জামান খান ও মুনা সরকারের মাত্র দেড় মাস আগে বিয়ে হয়েছে। আশিকুজ্জামান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আর মুনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।