Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাঁচ জেলায় সিনেমা হল বন্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২১, ০৩:৫৭ PM
আপডেট: ০২ এপ্রিল ২০২১, ০৩:৫৭ PM

bdmorning Image Preview


করোনা ঠেকাতে জেলা প্রশাসকরা সরকারের দেওয়া ১৮ দফা নির্দেশনার পাশাপাশি সকল বিনোদনকেন্দ্র আগামী দু’সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে। তারই ধারাবাহিকতায় দেশের পাঁচ জেলায় জরুরিভিত্তিতে সিনেমা হল বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলাগুলো হলো চট্টগ্রাম, নরসিংদী, ফরিদপুর, শেরপুর ও চাঁদপুর।

বিষয়টি নিশ্চিত হওয়া গেছে চট্টগ্রাম ও শেরপুর জেলা প্রশাসকের গণ-বিজ্ঞপ্তি ও বাকি জেলার সিনেমা হলগুলো সূত্রে। দীর্ঘদিন পর জেলাগুলোর হল মালিকরা নতুন ছবি মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। বিশেষ করে দীর্ঘদিন বন্ধ থাকা ২০টি হল নতুন করে খোলার খবর ছিলো ২ এপ্রিল থেকে। কারণ, এদিন মুক্তি পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রটি।

জানা যায়, করোনা সংক্রমণ রোধে ১ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত পর্যটন কেন্দ্র, সিনেমা হল, বিয়ে, খেলাধুলা এবং সব ধরনের সভা-সমাবেশ বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।নির্দেশনা জারি করে ইতোমধ্যে জেলাগুলোর প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।

Bootstrap Image Preview