Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শবে বরাতের রাতে কিশোর গ্যাংয়ের বলি অনন্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২১, ১০:০২ AM
আপডেট: ৩০ মার্চ ২০২১, ১০:০২ AM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


আবারও কিশোর গ্যাংয়ের বিরোধে ঝড়ে পড়েছে অনন্ত নামে চৌদ্দ বছরের এক কিশোর। নৃশংস এ হত্যাকাণ্ডটি ঘটেছে সোমবার শবে বরাতের রাত সাড়ে ১১টার দিকে পুরান ঢাকার সূত্রাপুরের লালকুঠি এলাকায়। ঘটনার পর তার মরদেহ পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘরে রেখেছে।

এ ঘটনায় আহত ঢাকেম হাসপাতালে চিকিৎসাধীন সাজু জানান, স্থানীয় মিল ব্যারাক এলাকার সন্ত্রাসী মুন্না, ফেরদৌস, আলামিনের সঙ্গে অনন্ত ও সাজু সোহেলের ঝগড়া হয়। এ ঘটনার জেরে গতকাল শবে বরাতের রাত সাড়ে ১০টার দিকে মিল ব্যারাক লালকুঠি ঘাটে কিশোর গ্যাংয়ের দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

এ সময় অনন্তের পেটে একাধিক ছুরিকাঘাত করলে সে জ্ঞান হারায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় ছুরিকাঘাতে আহত সাজু ও সোহেলকে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা গেছে, নিহত অনন্ত স্থানীয় জুবেলি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। দুই ভাইয়ের মাঝে অনন্ত ছোট ছিল। বাসা স্থানীয় মিল ব্যারাকের কাগজীটোলায়। বাবা বাংলাবাজারের এক বইয়ের দোকানে কাজ করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের এসআই মোহাম্মদ খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কিশোর গ্যাংয়ের মধ্যে বিরোধে অনন্ত খুন হয়েছে বলে জানতে পেরেছি। তবে এ হত্যাকাণ্ডের ঘটনায় খুনিদের কেউ গ্রেপ্তার হয়নি।

Bootstrap Image Preview