Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাইজেরিয়ান শিল্পীর কন্ঠে বঙ্গবন্ধুকে নিয়ে গান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০২১, ০৮:২৯ PM
আপডেট: ১৭ মার্চ ২০২১, ০৮:২৯ PM

bdmorning Image Preview


আজ বুধবার (১৭ মার্চ) সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। স্বাধীন বাংলাদেশের স্থপতির জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বঙ্গবন্ধুকে নিয়ে গান গেয়েছেন এক নাইজেরিয়ান শিল্পী।

বঙ্গবন্ধুকে স্মরণ করে নাইজেরিয়ার কণ্ঠশিল্পী মিসেস প্রিন্সেস বোলা ইজেজি গেয়েছেন ‘যদি রাত পোহালে শোনা যেতো বঙ্গবন্ধু মরে নাই’। হাসান মতিউর রহমানের কথায় ও মলয় গাঙ্গুলির সুরে সাবিনা ইয়াসমিনের গাওয়া বিখ্যাত গানটি বিদেশি এ শিল্পী নিজের কণ্ঠে গেয়ে সবাইকে মুগ্ধ করেছেন।

এদিকে মুজিববর্ষ উপলক্ষে নাইজেরিয়া পোস্টাল সার্ভিস (নাইপোস্ট) একটি স্মারক ডাক টিকেট প্রকাশ করেছে। গত বছর ডাক টিকেটটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এ কে আবদুল মোমেন এবং নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রী জেফ্রি ওনেয়ামা ভার্চ্যুয়ালি যৌথভাবে মুক্ত করেন।

Bootstrap Image Preview