Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিচ্ছেদের পথে হাঁটছেন কিম কার্দাশিয়ান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২১, ০২:২৩ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০২১, ০২:২৩ PM

bdmorning Image Preview


গায়ক কেনি ওয়েস্টের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানছেন মার্কিন রিয়েলিটি শো তারকা ও মডেল কিম কার্দাশিয়ান। এই মার্কিন র‍্যাপারকে ডিভোর্সের জন্য আবেদন করেছেন তিনি।

একটি সূত্রের বরাত দিয়ে সেলেব্রিটি গসিপ সাইট টিএমজেড জানিয়েছেন, কিম ডিভোর্স আবেদন করলেও বিষয়টি সমঝোতার মাধ্যমে করতে চাইছেন তারা। এছাড়া তাদের চার সন্তান নর্থ, সেইন্ট, শিকাগো এবং স্যামের দায়িত্বও একসঙ্গে পালন করতে ইচ্ছুক এই দম্পতি।

বিশ্বের শীর্ষ ধনী তারকাদের একজন কেনি ওয়েস্ট। অন্যদিকে কিমও সম্পদের দিক থেকে পিছিয়ে নেই। জানা গেছে, এ বিষয়ে আলোচনাও নাকি অনেকটাই এগিয়ে রেখেছেন তারা। যদিও এই জুটি কবে নাদাগ ডিভোর্স নিচ্ছেন তা উল্লেখ করা হয়নি।

২০১২ সাল থেকে একসঙ্গে থাকছেন কিম কার্দাশিয়ান ও কেনি ওয়েস্ট। ২০১৪ সালে বিয়ে করেন তারা। বেশ কিছুদিন ধরে তাদের বিচ্ছেদের গুঞ্জন উড়ছিল।

গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন কেনি ওয়েস্ট। পরবর্তী সময়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে বেশ কিছু ব্যক্তিগত তথ্য প্রকাশ করেন। সেই সময় কেনির মানসিক অবস্থার কথা ভেবে বিষয়টি নাকি মেনে নিয়েছিলেন কিম। গত সেপ্টেম্বরে কেনি যখন আবারো ব্যক্তিগত বিষয় টুইটারে প্রকাশ করেন তখনই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন কিম।

Bootstrap Image Preview