Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বের সেরা অভিনেত্রী দাবি  বলিউড অভিনেত্রী কঙ্গনার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২১, ০৮:৪১ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০২১, ০৮:৪১ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


বলিউড ছেড়ে এবার হলিউডকে আক্রমণ করা শুরু করল বলিউডের বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি)  টুইটারে নতুন দুই ছবি ‘ধাকড়’ ও ‘থালাইভি’র অদেখা লুক শেয়ার  করে  জানান, তার কাজের পরিসর ও শৈল্পিক গুণ ‘এই পৃথিবীর যে কোনো অভিনেত্রীর থেকে বেশি’।

কঙ্গনা লেখেন, ‘একেবারে ভোলবদল। আমি অভিনেত্রী হিসেবে যে বিশাল বৈচিত্র ক্যামেরার সামনে তুলে ধরেছি এই সময়ে সারা বিশ্বে কেউ তা করতে পারেনি। মেরিল স্ট্রিপের মতো নিখাদ প্রতিভা আমার। কিন্তু গল গাডোটের মতো অ্যাকশন করার গ্ল্যামারও রয়েছে।’

এরপর চ্যালেঞ্জ ছুড়ে লেখেন, ‘আমি তর্কের জন্য তৈরি আছি, যদি কেউ দেখাতে পারেন— এই পৃথিবীর এমন কোনো অভিনেত্রীকে যার শিল্পের পরিসর ও গুনমান আমার চেয়ে বেশি। আমি কথা দিচ্ছি তেমনটা হলে আমি অহংকার করা ছেড়ে দেব। ততদিন পর্যন্ত আমি এই বিষয়টা নিয়ে অবশ্যই গর্ব করতে পারি।’

Bootstrap Image Preview