Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

এক রাতেই রাজলক্ষ্মী জুয়েলার্স থেকে নগদ অর্থসহ ৫০০ ভরি গয়না লুট!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০২১, ০৩:৫৩ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০২১, ০৩:৫৩ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের রাপা প্লাজার চারটি দোকানে লুট হয়েছে। এর মধ্যে রাজলক্ষ্মী জুয়েলার্স থেকে নগদ অর্থসহ ৫০০ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার গভীর রাতে এই লুটের ঘটনা ঘটে।

রাজলক্ষ্মী জুয়েলার্সের মালিকের ভাই অমিত সাহা বলেন, দোকান থেকে ৫০০ ভরি গয়না ও দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল দিবাগত রাত আড়াইটা থেকে তিনটার দিকে এই লুটের ঘটনা ঘটে। তিনজনের একটি দল দোকানের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর তারা দোকান থেকে গয়না ও নগদ অর্থ নিয়ে যায়।

অমিত সাহার ভাষ্য, সিসি টিভির ফুটেজে যে তিনজনকে দেখা যায়, তাদের দুজনের মুখ ঢাকা ছিল। অন্যজনের মুখ খোলা ছিল।

অর্থসহ স্বর্ণালংকার লুটের এই ঘটনায় রাজলক্ষ্মী জুয়েলার্স কর্তৃপক্ষ থানায় মামলা করেছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করছে।

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) রুবেল আজাদ বলেন, রাজলক্ষ্মী জুয়েলার্সে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা গত রাতে দোকানের তালা ভেঙে স্বর্ণ ও টাকা লুট করেছে।

ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তারা বলেছেন, আলামত দেখে মনে হচ্ছে, রাজলক্ষ্মী জুয়েলার্সের বাঁ দিকের ওয়াশরুমের গ্রিল ও ফলস সিলিং কেটে দুর্বৃত্তরা ভেতরে ঢোকে।

ডিএমপির গোয়েন্দা শাখার (রমনা) উপকমিশনার আজিমুল হক বলেন, এই ঘটনা যারা ঘটিয়েছে, তারা পেশাদার বলেই মনে হচ্ছে। পুলিশ কাজ শুরু করেছে। চোর দ্রুতই ধরা পড়বে বলে আশা করছি।

Bootstrap Image Preview