Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রণব ঘোষের স্মরণে গাইলেন পড়শী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০২১, ০১:৪২ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০২১, ০২:০৩ PM

bdmorning Image Preview


৯০ দশকে অডিও সেক্টরের আধুনিক বাংলা গান রীতিমতো একাই শাসন করেছেন মেলোডি কিং প্রণব ঘোষ। ১৯৫০ সালের ৩ ফেব্রুয়ারি যশোর শহরের মাইকপট্টি সংলগ্ন বাগমারা পাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। ২০০৭ সালের ১৬ আগস্ট মাত্র ৫৭ বছর বয়সে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। নন্দিত ক্ষণজন্মা প্রণব ঘোষ স্মরণে তারই সুর করা একটি জনপ্রিয় গান নতুন করে গাইলেন এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী।

কবির বকুলের লেখা ‌‘অন্তরে আছো তুমি আমার’ শিরোনামের এই গানটি ৯০ দশকে কণ্ঠে তুলে দারুণ জনপ্রিয়তা পান শুভ্রদেব ও ডলি সায়ন্তনী। সেই গানটিই এবার এককভাবে কণ্ঠে তুলেছেন পড়শী। যা গতকাল (৩ ফেব্রুয়ারি) তার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।

পড়শী জানান, প্রণব ঘোষ স্মরণে এই গানটি নতুন করে কণ্ঠে তোলার পরিকল্পনা তার অনেক দিনের। গত সপ্তাহে গানটি গাইবার জন্য অনুমতি নিতে যান প্রণব ঘোষের স্ত্রী ও কন্যার কাছে। তারা হাসিমুখে গানটি গাইবার অনুমতি দেন। সম্মতি নিয়েছেন গীতিকবি কবির বকুলের কাছ থেকেও।

পড়শীর ভাষায়, ‘আমার দুর্ভাগ্য উনার (প্রণব ঘোষ) মতো সুরকারের সুরে গাইতে পারিনি। অসাধারণ সব সৃষ্টি রয়েছে উনার। আমি অনেক দিন ধরেই এই গানটি গাইবার পরিকল্পনা করছিলাম। অবশেষে এই জন্মদিনকে সামনে রেখে করে ফেললাম। জানি না কতটা গাইতে পেরেছি। তবে আমার এই গাওয়ার পেছনে অন্যতম কারণ এই সুরস্রষ্টাকে স্মরণ করা। আর কিছু নয়।’

গানটির কথা-সুর ঠিক রেখে নতুন সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। আর পড়শীকে মডেল করে ভিডিওটি নির্মাণ করেছেন আবিদ হাসান।

Bootstrap Image Preview