Bootstrap Image Preview
ঢাকা, ২১ বুধবার, ফেব্রুয়ারি ২০২৪ | ৯ ফাল্গুন ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

‘ইন দ্য মর্নিং’য়ে নগ্ন হয়ে ঝড় তুলেছেন জেনিফার লোপেজ (ভিডিও)

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২১, ১০:০০ AM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০২১, ০১:৫০ AM

bdmorning Image Preview


বহুদিন বাদে ফের জেলো ম্যাজিক। জেনিফার লোপেজের নতুন মিউজিক ভিডিওতে বুঁদ তার ভক্তরা। হলিউডের সুপারস্টারের নতুন সিঙ্গল ‘ইন দ্য মর্নিং’ ঝড় তুলেছে নেটদুনিয়ায়। ভিডিওতে নগ্ন হতেও দেখা গিয়েছে তাকে।

৫১ বছরের জেনিফারের শরীরী সৌন্দর্য দেখে বিস্ময়ে হতবাক সকলে। ভিডিওটিতে নানা আকর্ষণীয় রূপে দেখা গিয়েছে জেলোকে। অপ্সরা, পরি, কিংবা জলপরি, সব অবতারেই একই রকম উষ্ণতা ছড়িয়েছেন তিনি। এর মধ্যে পরির বেশেই নগ্ন অবস্থায় দেখা গিয়েছে তাকে। কেবল পিঠে একজোড়া ডানা ছাড়া আর কোনও পোশাক ছিল না তার।

জেলোর ফিট, নির্মেদ শরীর দেখে প্রশ্ন উঠেছে, কী করে পঞ্চাশ পেরিয়েও একই রকম অপ্রতিরোধ্য তিনি? গায়িকার ফিটনেস পরামর্শদাতা জানাচ্ছেন, এই ভিডিওটি শুট করার আগে নানা রকম কঠিন ব্যায়াম করে শরীরকে এমন বেতের মতো মসৃণ ও লাস্যময় রাখতে পেরেছেন তিনি।

গানটি ইউটিউবে মুক্তির আগে একটি টিজার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন জেনিফার। সেখানে তিনি জানিয়েছিলেন, সকলের সঙ্গে নতুন ভিডিওটি শেয়ার করতে পেরে তিনি রোমাঞ্চিত। সেকথা তিনি ইউটিউবে ভিডিও পোস্ট করার সময়ও লিখেছেন। সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন, ভালোবাসা দিয়ে কাউকে বদলানো না গেলেও নিজেকে তো বদলানোই যায়। গানের ভিতরে তাই নিজেকেই ভেঙেচুরে নতুন নতুন অবতারে দেখা দিয়েছেন সুপারস্টার জেলো।

এর আগে গত নভেম্বরে ‘ইন দ্য মর্নিং’-এর কভারেও নগ্নাবস্থায় দেখা গিয়েছিল জেনিফারকে। শুধু ছবিই নয়, একটি ভিডিও’ও পোস্ট করেছিলেন তিনি। তাতে তার অনাবৃত শরীরের নানা ফ্রেম ধরা পড়েছিল কোলাজের আকারে। সেই সময় থেকেই শুরু হয়েছিল অনুরাগীদের অধীর অপেক্ষা। অবশেষে যার অবসানে আবারও জেলো জাদুতে ডুব দিয়েছেন তারা

ভিডিওটঃ 

Bootstrap Image Preview