Bootstrap Image Preview
ঢাকা, ২৫ মঙ্গলবার, জুন ২০২৪ | ১১ আষাঢ় ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সংসদের শীতকালীন অধিবেশন আগামী সোমবার থেকে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২১, ০৮:১৮ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০২১, ০৮:১৮ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


জাতীয় সংসদের চলতি বছরের শীতকালীন ও বছরের প্রথম অধিবেশন আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হবে।

সোমবার (১৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।

সাংবিধানিক বিধান ও সংসদের রেওয়াজ অনুযায়ী, বছরের প্রথম অধিবেশনের শুরুতেই রাষ্ট্রপতি ভাষণ দেবেন। পরে রাষ্ট্রপতি ভাষণের ওপর সংসদে ধন্যবাদ প্রস্তাব আনা হবে। এরপর ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, করোনাকালের অন্যান্য অধিবেশনের মতো এই অধিবেশনও স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারের কার্যক্রম তুলে ধরবেন সেদিন। করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবারের অধিবেশনও সংক্ষিপ্ত করা হচ্ছে। অধিবেশনটি মাত্র ১০ থেকে ১২ কার্যদিবস চলতে পারে।

প্রথমদিন যেহেতু রাষ্ট্রপতি ভাষণ দেবেন, এজন্য প্রথম দিন সব সংসদ সদস্যরা (এমপি) অধিবেশনে অংশ নিতে পারবেন।

সংসদ সচিবালয় সূত্রে আরও জানা যায়,  রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জানিয়ে সংসদে আনা প্রস্তাবের ওপরের আলোচনা অনুষ্ঠিত হবে। এই সময় প্রতিদিন ৭০/৮০ জনের উপস্থিতির টার্গেট নিয়ে সর্বোচ্চ ৯০ জন সংসদ সদস্যকে অধিবেশনে অংশ নিতে আমন্ত্রণ জানানো হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন,  অধিবেশন শুরুর আগে এবারও সংসদ সদস্যদের করোনা পরীক্ষা করানোর হবে। যারা করোনা পজিটিভ হবেন তারা অধিবেশনে অংশ নিতে পারবেন না।

Bootstrap Image Preview