Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, জুলাই ২০২৪ | ৯ শ্রাবণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

করলা ব্যবহার করে যেভাবে ধরে রাখবেন তারুণ্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০২১, ১০:৩১ PM
আপডেট: ০৯ জানুয়ারী ২০২১, ১০:৩১ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


বয়স বাড়ার সাথে সাথে মুখে পড়ে যায় বার্ধ্যকের ছাপ। নিজেদের তারুণ্য ধরে রাখতে হাতিয়াড় হিসেবে ব্যবহার করা যেতে পারে করলা।

রূপবিশেষজ্ঞদের মতে, করলা চামড়ার ভাঁজ দূর করতে সাহায্য করে। আসুন জেনে নিই কীভাবে করলা ব্যবহার করলে চেহারায় বয়সের ভাঁজ দূর করা যাবে।

• করলায় রয়েছে প্রচুর ভিটামিন সি। তাই ত্বককে টানটান রাখতে সাহায্য করে। প্রতিদিন করলা সিদ্ধ করে লেবু ও লবণ যোগ করে খেলে ত্বকের জৌলুস বজায় থাকবে দীর্ঘদিন।

• করলা রক্তের মধ্যেকার ক্ষতিকর পদার্থকে বিনষ্ট করে রক্তকে পরিশুদ্ধ রাখে। যার প্রভাব এসে পড়ে ত্বকেও। তাই ত্বক থেকে বয়সের ছাপ সরাতে ও ত্বককে সুন্দর রাখতে প্রতিদিন সকালে করলার রস খাওয়া যেতে পারে।

• করলার রসের সঙ্গে কমলালেবুর রস মিশিয়ে তা মুখে মাখলেও উপকার পাওয়া যায়। এই মিশ্রণ মুখে লাগিয়ে অপেক্ষা করুন কিছুক্ষণ। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে নিন। মৃতকোষ ঝরিয়ে উজ্জ্বলতা আনে এই মিশ্রণ।

Bootstrap Image Preview