Bootstrap Image Preview
ঢাকা, ০৭ শনিবার, ডিসেম্বার ২০২৪ | ২৩ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজ-শুভশ্রী’র পার্টিতে কি করছে আইরা ?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০২১, ০৯:০০ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০২১, ০৯:০০ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


কলকাতায় গিয়ে ছোট্ট যুবানকে কোলে নিয়েই পার্টিতে মাতলেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়।। আর এই পার্টিতেই দেখা গেল তাহসান-মিথিলার কন্যা আইরাকে। 

সৃজিত ও মিথিলার সঙ্গে আইরা কলকাতায় রয়েছে। সম্প্রতি মিথিলা কলকাতায় গিয়েছেন। যদিও ক্রিসমাসে উপস্থিত থাকতে না পারায় সৃজিতের  খুব মন খারাপ হয়েছিল। 

অবশ্য নতুন বছরকে স্বাগত জানানোর ছবি প্রকাশ্যে আসতে বোঝা গেল, সেই মন খারাপটা দূরীভূত । রাজশ্রীর সঙ্গে এক ছাদের নিচে হৈচৈ করতে দেখা যায় কাঞ্চন মল্লিক এবং রুদ্রনীল ঘোষকেও।

 যুবানের জন্মের পর এই প্রথম খুদে সদস্যকে নিয়ে সবার সঙ্গে জমিয়ে হৈচৈ করতে দেখা যায় টলিউডের এই প্রথম সারির জুটিকে।রাজ, শুভশ্রীর পার্টির ছবি প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। পাশাপাশি জনপ্রিয় জুটিকে দেখে ভালোবাসা এবং শুভেচ্ছায় ভরিয়ে দেন তাঁদের অনুরাগীরা। 

বর্তমানে পরবর্তী ছবি বিসমিল্লাহর নয়া লুকে সামনে এসেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। হাবজি গাবজির পর শুভশ্রী বর্তমানে তাঁর পরবর্তী ছবি নিয়েই ব্যস্ত হয়ে রয়েছেন। মা হওয়ার পরও যে অভিনেত্রী তাঁর ক্যারিয়ারকে শক্ত হাতে আঁকড়ে ধরে রেখেছেন, একের পর এক কাজ থেকেই তা বেশ স্পষ্ট।

Bootstrap Image Preview