Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

গেম অব থ্রোনস’র নির্মাতাকে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২০, ০৩:২০ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০, ০৩:২০ PM

bdmorning Image Preview


জনপ্রিয় গেম নির্মাতা লিন কুইকে ক্রিসমাসের দিন বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে সাংহাই পুলিশ। উইন্টার ইজ কামিং’ খ্যাত গেইমের নির্মাতা ছিলেন লিন। 
 

সাংহাই পুলিশ এক বিবৃতিতে দাবি করেছে, বিষ প্রয়োগে লিন কুইকে মারার জন্য তার এক সহযোগীকে সন্দেহ করা হচ্ছে। ‘গেম অব থ্রোনস : উইন্টার ইজ কামিং’ নির্মাতার সব মিলিয়ে একশো কোটি ডলারের বেশি ডলার বেশি সম্পদ রয়েছে বলে ধারণা করা হয়।

লিনের মৃত্যুর পর তার প্রতিষ্ঠানের কর্মী এবং সাবেক কর্মী ইয়োজুর অফিসের সামনে সমবেত হন। ইয়োজুর ওয়েবসাইটেও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর মৃত্যুতে একটি আবেগী বার্তা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘বিদায় হে যুব। আমরা আবার একত্র হবো, একে অপরের প্রতি সদয় থাকব, ভালোতে বিশ্বাস রাখব এবং সব খারাপের বিরুদ্ধে লড়াই করে যাব।’

 উইন্টার ইজ কামিং’ বাইরেও ইয়োজু ব্রাউল স্টারস নামের আরেকটি জনপ্রিয় গেমও তৈরি করেছিলেন লিন। 

Bootstrap Image Preview