Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

থার্টি ফার্স্ট নাইটে অলিতে গলিতে থাকবে র‍্যাব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২০, ০৬:৩৯ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০, ০৬:৩৯ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ দরজায় কড়া নাড়ছে নতুন বছর। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিতে প্রতিবছর থার্টি ফার্স্ট নাইটে নানা আয়োজন করা হয়ে থাকে। কিন্তু করোনা মহামারির কারণে এবার তেমন কিছু করার সুযোগ নেই।

এবারই প্রথম থার্টি ফার্স্ট নাইটে ত্রিমাত্রিক ভাবে নিরাপত্তার ব্যবস্থা করেছে র‍্যাব। প্রথম পর্যায়ে অলিতে গলিতে র‍্যাবের সাদা পোশাকের সদস্যরা অবস্থান নেবে। দ্বিতীয় পর্যায়ে র‍্যাবের পোশাকধারী সদস্যরা সারাদেশের বিভিন্ন স্থানে তাদের উপস্থিতির জানান দেবে। তৃতীয় পর্যায়ে র‍্যাবের সাইবার মনিটরিং দলও নিরাপত্তা রক্ষায় কাজ করবে। এমন পরিস্থিতিতে দেশের লোকজনকে যার যার ঘরে থেকে নতুন বছর ও ‘থার্টি ফার্স্ট নাইট’ পালনের আহ্বান জানিয়েছে র‍্যাব।

আজ রবিবার (২৭ ডিসেম্বর) দুপুরে র‍্যাব সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। এসময় থার্টি ফার্স্ট নাইট ঘিরে দেশে কোন ধরনের নাশকতার আশঙ্কা নেই বলেও জানান তিনি।

লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, থার্টি ফাস্ট নাইটকে কেন্দ্র করে দেশের কোথাও কোন হামলার আশঙ্কা এখন পর্যন্ত নেই। কোন নাশকতার হুমকিও নেই। রাজধানীকে মোট ৩ ভাগে ভাগ করে থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।

Bootstrap Image Preview