Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঔষধ হিসেবে গাঁজা সেবনে মিলবে উপকারিতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২০, ০৯:৪৫ AM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০, ০৯:৪৫ AM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ আমাদের সমাজে গাঁজা একটি মাদকদ্রব্য হিসেবেই পরিচিত। এটির নেশা খুবই ভয়াবহ। তবে গবেষকরা বলছেন, পরিমাণমতো গাঁজা ওষুধ হিসেবে সেবন করলে নাকি অনেক উপকার। সেটি হতে হবে নির্দিষ্ট প্রক্রিয়ায়। নিজের ইচ্ছেমতো ওষুধ হিসেবে সেবন করলে তা শারীরিক ক্ষতির কারণ হবে। চলুন ওষুধ হিসেবে গাঁজার নয়টি উপকারিতা সম্পর্কে জেনে নিই-

মৃগীরোগ কমায়

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ২০১৩ সালে জানিয়েছিলেন, মারিজুয়ানা বা গাঁজা একটি নির্দিষ্ট মাত্রায় গ্রহণ করলে মৃগী বা এ ধরণের কিছু স্নায়ুরোগ থেকে দূরে থাকা যায়। বিজ্ঞান বিষয়ক সাময়িকী জার্নাল অব ফার্মাকোলজি অ্যান্ড এক্সপেরিমেন্টাল থেরাপিউটিক্স-এ ছাপাও হয়েছে তাঁদের এই গবেষণালব্ধ তত্ত্ব।

ক্যানসারেও উপকার মিলবে

যুক্তরাষ্ট্রে ২০১৫ সালে ক্যানসার বিষয়ক ওযেবসাইট ক্যানসার অর্গ-এ জানানো হয়, মারিজুয়ানা অনেক ক্ষেত্রে টিউমারের ঝুঁকি কমিয়ে ক্যানসার প্রতিরোধকেরও ভূমিকা পালন করে।

গ্লুকোমা দূরে রাখতে সহায়তা করে

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আই ইন্সটিটিউট জানিয়েছিল মারিজুয়ানা গ্লুকোমার ঝুঁকিও কমায়। গ্লুকোমা চোখের এমন এক রোগ যা চির অন্ধত্ব ডেকে আনে।

হেপাটাইটিস ‘সি’-র পার্শ্বপ্রতিক্রিয়া কমায়

মারিজুয়ানা হেপাটাইটিস সি-র পার্শ্বপ্রতিক্রিয়াও কমায়। নির্দিষ্ট প্রক্রিয়া ও মাত্রায় ওষুধের মতো গাঁজা সেবন করিয়ে দেখা গেছে এই রোগে আক্রান্তদের শতকরা ৮৬ ভাগের পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কমেছে।

আলৎঝাইমার রোগের শত্রু

দ্য জার্নাল অব আলৎসহাইমার’স ডিজিজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মারিজুয়ানা মস্তিষ্কের দ্রুত নিষ্ক্রিয় হয়ে পড়াও রোধ করে। আলৎসহাইমার ঝুঁকিও কমাতে পারে মারিজুয়ানা। তবে মারিজুয়ানা ‘ওষুধ’ হলেই রোগ সারাবে।

কেমোথেরাপির ক্ষতি কম

ইউএস এজেন্সি ফর ড্রাগ জানিয়েছে, মারিজুয়ানা ক্যানসার রোগীর রোগযন্ত্রণা অন্যভাবেও কমায়। ক্যানসার রোগী যখন কেমোথেরাপি নেন এতে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। মারিজুয়ানা কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়াজনিত ক্ষতি কমায়।

স্ট্রোক কম হয়

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব নটিংহ্যামের গবেষকরা গবেষণা করে দেখেছেন, মারিজুয়ানা মস্তিষ্ককে সুস্থ রাখতেও সহায়তা করে। এর ফলে স্ট্রোক-এর ঝুঁকি কমে৷

গাঁজা মাল্টিপল সক্লেরোসিসবিরোধী

মানুষের স্নায়ুতন্ত্রে একটি বিশেষ স্তর ক্ষতিগ্রস্ত হলে ‘মাল্টিপল সক্লেরোসিস’ বা এমএস নামের এক ধরণের স্নায়ুরোগ হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মারিজুয়ানা সেবন করলে এই রোগের ঝুঁকিও কমে।

ব্যথা কমায়

ডায়াবেটিস বেড়ে গেলে রোগীদের অনেক সময় হাত-পা এবং শরীরের নানা অংশে জ্বালা-যন্ত্রণা হয়। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষকরা বলছেন, গাঁজা সেই যন্ত্রণা লাঘব করতে পারে।

Bootstrap Image Preview