Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শুধু ১৯৭১ নয়, আরো ১১ বছরের ক্যালেন্ডারের সঙ্গে ২০২১ সালের হুবহু মিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০, ০৪:৫২ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০২০, ০৪:৫২ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


বিডিমর্নিং ডেস্কঃ দরজায় কড়া নাড়ছে নতুন বছর। করোনার কারণে নতুন বছরকে বরণ করে নিতে অন্যান্য বছরের মতো এত আয়োজনের বালাই নেই।

এবার আসা যাক মূল কথায়। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে, এটি একটি স্বাভাবিক প্রবণতা। ইতিহাসের পুনরাবৃত্তির হাজারো উদহারণ আছে। কিছু ঘটনা প্রতিবছরই ঘটে; যেমন বর্ষপঞ্জিকায় খুঁজে পাওয়া মিল। তেমনি ২০২১ সালের ক্যালেন্ডারের সঙ্গে গত ১২০ বছরের মধ্যে ১২টির মিল পাওয়া গেছে।

সম্প্রতি ১৯৭১ সালের ক্যালেন্ডার নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে। কারণ এটির সঙ্গে ২০২১ সালের ক্যালেন্ডারের হুবহু মিল রয়েছে।

৫০ বছর আগের ক্যালেন্ডারে অর্থাৎ ১৯৭১ সালের ১ জানুয়ারি ছিল শুক্রবার। চলতি বছরের প্রথম দিনও শুক্রবার। এমনকি দুটি বছরের শেষ দিনও পড়েছে শুক্রবারের ঘরে। শুধু প্রথম কিংবা শেষ দিন নয়, বছরের প্রতিটি দিনের তারিখ ও বারের মধ্যে রয়েছে হুবহু মিল।

১৯৭১ ছাড়াও আরো ১১ বছরের ক্যালেন্ডারের সঙ্গে ২০২১ সালের মিল রয়েছে। এগুলো হলো- ১৯০৯, ১৯১৫, ১৯২৬, ১৯৩৭, ১৯৪৩, ১৯৫৪, ১৯৬৫, ১৯৮২, ১৯৯৩, ১৯৯৯ ও ২০১০ সাল। এমনকি ২০২৭ সালেও একই ক্যালেন্ডারের দেখা মিলবে।

Bootstrap Image Preview