Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঘরে তৈরি বেগুন ফিঙ্গার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২০, ১১:০১ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০২০, ১১:০১ PM

bdmorning Image Preview


তেলে ভাজা খাবারে সবারই কম-বেশি আগ্রহ থাকে। তাই তো জমে ওঠে সকালের নাস্তা কিংবা সন্ধ্যার আড্ডা। তবে স্বাস্থ্য সচেতন মানুষ আজকাল চপ-মুড়ির পরিবর্তে বেছে নিয়েছে ‘বেগুন ফিঙ্গার’।

তাই আপনিও জলদি বানিয়ে ফেলুন বেগুন ফিঙ্গার। আপনার রান্নাঘরেই আছে যাবতীয় উপাদান। বানাতে সময়ও লাগে কম। আসুন জেনে নিন কীভাবে তৈরি করবেন বেগুন ফিঙ্গার-

উপকরণ
• একটি মাঝারি মাপের বেগুন ফিঙ্গারের মাপে কেটে নিন
• ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়া
• ১/২ চা চামচ লবণ
• ১ চা চামচ রোস্টেড জোয়ান
• সামান্য গুঁড়া ব্রেড ক্রাম্ব
• ১ চা চামচ চিলি ফ্লেক্স
• ১/২ চা চামচ বেসিল বা শুকনো তুলসি পাতা গুঁড়ো
• ১/২ চা চামচ অরিগ্যানো
• ২টি ডিম।

এরমধ্যে রোস্টেড জোয়ান সামান্য গুঁড়ো করে ব্রেড ক্রাম্বের মধ্যে দিন। এরপর চিলি ফ্লেক্স, বেসিল বা শুকনো তুলসি পাতা গুঁড়া, অরিগ্যানো ভালো করে মিশিয়ে নিন।

ডিম ফেটিয়ে লবণ দিন। বেগুনের টুকরো ডিমের ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে মাখান। হালকা-মাঝারি আঁচে ডিপ ফ্রাই করলেই তৈরি হয়ে যাবে মচমচে সুস্বাদু বেগুন ফিঙ্গার।

 

 

 

 

 

 

Bootstrap Image Preview