Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বায়ান্নতে পদার্পণ আফসানা মিমির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২০, ০৭:০৭ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০২০, ০৭:০৭ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


মিষ্টি হাসির অভিনেত্রী আফসানা মিমির আজ জন্মদিন। এবারে ৫২ বছরে পা রাখলেন তিনি।

আফসানা মিমির জন্ম ১৯৬৮ সালের ২০ ডিসেম্বর। তার বাবার নাম সৈয়দ ফজলুল করিম। তিনি পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। মা শিরীন আফরোজ সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। এই অভিনেত্রী পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

নব্বইয়ের দশকে মিমির অভিনয়ের অভিষেক হয়েছিল বেইলি রোডের মহিলা সমিতি মঞ্চে। মডেল, অভিনেত্রী, উপস্থাপিকা ও পরিচালক হিসেবে তিনি সবার কাছে জনপ্রিয়।

এদিকে অনেক দিন থেকেই অভিনয়ে তেমন দেখা যায় না মিমিকে। তবে মাঝে মধ্যে উপস্থাপনায় দেখা দেন। সর্বশেষ তিনি গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপপূণ্য’ সিনেমায় অভিনয় করেছেন।

সেইসঙ্গে সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন আফসানা মিমি।

‘কোথাও কেউ নেই’, ‘নক্ষত্রের রাত’, ‘বন্ধন’, ‘ডল’স হাউজ’, ‘কাছের মানুষ’ ইত্যাদি নাটকে মিমির অভিনয় উজ্জ্বল হয়ে আছে।

১৯৯২ সালে আজিজুর রহমানের ‘দিল’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় তার। তারপর ‘নদীর নাম মধুমতি (১৯৯৪)’, ‘চিত্রা নদীর পাড়ে (১৯৯৯)’, ‘প্রিয়তমেষু (২০০৯)’ ছবিগুলোতে তার দেখা মিলেছে।

আফসানা মিমি নির্মাতা হিসেবেও আলাদাভাবে গ্রহণযোগ্যতা পেয়েছেন। তার পরিচালনায় ‘পৌষ ফাগুনের পালা’ ধারাবাহিক নাটকটি দারুণ জনপ্রিয়তা পায়। তিনি ‘মনের কথা’ নামের একটি অনুষ্ঠানে উপস্থাপনা করেও জনপ্রিয়তা পেয়েছেন।

Bootstrap Image Preview