বিডিমর্নিং ডেস্কঃ করোনা ভাইরাস থেকে মুক্ত হলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া। তার কোভিড-১৯ টেস্টের ফল নেগেটিভের খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
রবিবার (২০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, গত শনিবার (১৯ ডিসেম্বর) জামালের কোভিড-১৯ টেস্টের ফল নেগেটিভ এসেছে। অধিনায়ক দ্রুত দেশে ফিরবেন বলেও জানিয়েছে বাফুফে।
এর আগে গত ৪ ডিসেম্বর ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচে কাতারের মাঠে ৫-০ গোলে হারের পর দেশে ফেরার আগে জামালের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছিল। আর গত ১২ ডিসেম্বর তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল।